বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গ্রীষ্মের প্রখর তাপ থেকে নিমেষেই মিলবে মুক্তি। সাইজে এই এসি এতটাই ছোট যে একে অনায়াসেই শার্টের কলারেও সেট করা যেতে পারে। ফুল চার্জে দুঘণ্টা চলবে সোনির এই পকেট এসি। SONY-এর পকেট এসি, চলবে ১৭ ঘণ্টা ননস্টপ, প্রয়োজন নেই বিদ্যুতের, নিমেষেই গরম থেকে মুক্তি।
সাইজে এই এসি এতটাই ছোট যে একে অনায়াসেই শার্টেরকলারেও সেট করা যেতে পারে। ফুল চার্জে দুঘণ্টা চলবে সোনির এই পকেট এসি। তবে এসির ব্যাটারি আপনাকে নিয়মিত চার্জ করতে হবে। Reon Pocket 5 AC-তে আপনি পাঁচটি কুলিং লেভেল ছাড়াও রয়েছে চারটি ওয়ার্মিং লেভেল।
এমনকী ট্রেনে বাসে এটিকে নিয়ে আপনি আরামে ভ্রমণও করতে পারবেন। গরম থেকে বাঁচতে এই পোর্টেবল এসি বাজারে নিয়ে এসেছে সোনি। আমরা এখন পর্যন্ত যে সমস্ত এয়ার কন্ডিশনার দেখেছি সেগুলি ওজনে যেমন ভারী এবং তেমনই শুধুমাত্র একটি জায়গায় ইনস্টল করা হয়ে থাকে। এখন এমন একটি এসির কথা আপনাকে বলব যেটিকে আপনি নিয়ে যে কোন জায়গায় ভ্রমণ করতে পারবেন। শুধু তাই নয়, আপনি এই ছোট এসিটি আপনার পকেটে রাখতে পারেন এবং আপনার শার্টের কলারে সেট করে গরম থেকে অনায়াসেই মুক্তি পেতে পারেন।
এতে অটো স্টার্ট অ্যান্ড স্টপ ফিচারও দিয়েছে সোনি৷ আপনি এটি Sony এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারেন। Sony Reon Pocket 5 কিনতে, আপনাকে প্রায় 9,000 টাকা খরচ করতে হবে। বর্তমানে এটি শুধুমাত্র জাপান এবং হংকং এর বাজারে উপলব্ধ রয়েছে। এই ডিভাইসটি কবে এশিয়ার বাজারে আসবে তা এই মুহূর্তে কোম্পানি নিশ্চিত করেনি। তবে খুব বেশি দেরি হবেনা বলেই জানিয়েছে স্ংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।