সফলভাবে সিনেমা নির্মাণ করার ক্ষেত্রে সনি তাদের নতুন এফএক্স থার্টি ক্যামেরাটি মার্কেটে নিয়ে এসেছে। সিনেমা লাইনের এন্ট্রি লেভেলের দুর্দান্ত ক্যামেরা বলা হচ্ছে সনির এই ডিভাইসকে।
সনির সিনেমা লাইনের অন্যান্য ক্যামেরা থেকে এটি নানা কারণে ইউনিক। প্রথমত এটির দাম তুলনামূলকভাবে কম। ২১০০ ইউরোর মধ্যে আপনি ক্যামেরাটি পেয়ে যাবেন।
আপনি সনির নতুন ক্যামেরায় S35 সেন্সরের লেন্স ব্যবহার করতে পারবেন। একই সাথে এটি একটি কম্প্যাক্ট ডিভাইস এবং লং রেঞ্জ জুম লেন্স ব্যবহার করা সক্ষমতা রাখে ক্যামেরাটি।
সনির নতুন ক্যামেরাটি ফোরকে রেজুলেশন ও ৬০ এফপিএস বজায় রেখে শ্যুট করতে পারে। এমনকি এটি 16 বিট RAW ফিচার অফার করে। HDMI পোর্ট ব্যবহার করে ৪৬৭২ গুণ ২৬২৮ রেজুলেশন বজায় রেখে সিনেমা তৈরি করা সম্ভব।
8K রেজুলেশন মুডে ডুয়েল বেস ফিচার ব্যবহার করার সুযোগ রয়েছে। এটি অনেকটা মিররলেস ক্যামেরা এর মত কাজ করে। মোশন পিকচার ধারণ করার ক্ষেত্রে ক্যামেরাটি দুর্দান্ত পারফর্ম করতে সক্ষম।
সনির নতুন ডিভাইসে কোন ভিউ ফাইন্ডার দেওয়া হয়নি। সবথেকে মজার ব্যাপার হচ্ছে সনি ইন্টারফেস সিস্টেমটি নতুন করে ডিজাইন করেছে। জেব্রা, পিকিং, ফোকাস ম্যাগনিফিকেশন এর জন্য ডেডিকেটেড বাটন রাখা হয়েছে।
তাছাড়া প্রয়োজনীয় সকল বাটন এবং অপশন লে-আউট এই ডিভাইসে দেওয়া হয়েছে। অটোফোকাস সিস্টেম নিয়ে কোন অভিযোগ নেই। স্টেবিলাইজেশন ফিচারটি ভালোভাবে কাজ করছে। সনির এ ক্যামেরা দিয়ে আপনি কোন ইমেজকে স্পষ্টভাবে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। তাছাড়া আইরিস, আইএসও, ডব্লিউবি, ও রেকর্ড এর জন্য আলাদা বাটন রাখা হয়েছে। সনির সিনেমা লাইনে একটি অসাধারণ সংযোজন হচ্ছে নতুন ক্যামেরাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।