সনি তাদের জনপ্রিয় RX10 V মডেলের প্রিমিয়াম ক্যামেরা ২০২২ সালের শেষ দিকে রিলিজ করতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। সনি চাচ্ছে যাতে খুব দ্রুতই এটি আগ্রহী ক্রেতাদের সামনে নিয়ে আসা যায়।
প্রথমেই বলে নেওয়া যাক যে ব্রিজ ক্যামেরা এবং ডিএসএলআর ক্যামেরার মধ্যে বেশ কিছু জায়গায় সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ডিএসএলআর ক্যামেরার লেন্স ফিক্স নয় এবং ইচ্ছামত জুম বাড়ানো যায় বা কমানো যায়। তবে ব্রিজ ক্যামেরার লেন্স একেবারে ফিক্স করা। এটি পরবর্তী সময়ে আর পরিবর্তন করা যায় না। জুম বাড়ানো বা কমানোর কোন সুযোগ নেই।
কাজেই আপনি সনির RX10 V মডেল যেটি সামনে রিলিজ হতে যাচ্ছে, এটিকে ডিএসএলআর ক্যামেরা না বলে প্রিমিয়াম ব্রিজ ক্যামেরা বললে সবথেকে বেশি নির্ভুল হবে।
এর আগের ভার্সন যেটিকে RX10 iV মডেল বলা হয়; এটি ছিল সনির চতুর্থ জেনারেশন ব্রিজ ক্যামেরা। এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এবং ক্রেতারাও এটির স্পেসিফিকেশন দেখে বেশ আগ্রহ প্রকাশ করেছিল। তবে বর্তমানে এটি পাঁচ বছরের পুরোনো হয়ে গেছে এবং ক্রেতাদের দাবি অনুসারী সনি পরবর্তী মডেলটি রিলিজ করতে হচ্ছে।
সনির RX10 V ব্রিজ ক্যামেরাটি হবে পঞ্চম জেনারেশনের ক্যামেরা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ২০২২ সালের শেষ দিকেই এটি বাজারে আসার সম্ভাবনা বেশি। যদি সাপ্লাই চেইন এবং অন্যান্য ক্ষেত্রে কোন সমস্যা তৈরি না হয় তবে আর দেরি হবার সম্ভাবনা নেই।
তবে কাস্টমারদের সবথেকে বেশি আগ্রহ হচ্ছে এই মডেলের স্পেসিফিকেশন কি হতে যাচ্ছে এবং তা ক্রেতাদের কি কি অফার করছে। ধারণা করা হচ্ছে আগের মডেলের তুলনায় এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো হবে এবং ডিজাইনের উন্নতি করা হবে।
অপটিকাল জুম এবং ফ্ল্যাশের সক্ষমতা আরো বাড়ানো হবে। সনি এখানে টেকনোলজি বিষয়ক আপগ্রেড করার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে। এখানে শক্তিশালী লেন্স ব্যবহার করা হবে যাতে অনেক দূর পর্যন্ত জুম করা যায় এবং কাস্টমারদের বেশি আগ্রহ ক্যামেরার ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে কি রকম উন্নতি হবে তা নিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।