সনি প্রায় পুরোপুরি bezel-less ডিজাইনের স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে বলে ইন্টারনেটে তথ্য ফাঁস হয়েছে। এজন্য সেলফি ক্যামেরায় আল্ট্রা মাইক্রো হোলের ফিচার রাখা হতে পারে।
bezel-less ডিজাইন যেন বাস্তবায়ন করা যায় সেজন্য কোন নচ বা পাঞ্চ-হোল ডিজাইন রাখা হবে না। সনির হ্যান্ডসেটে মডেলের নাম Xperia 1 V। বাজারে এত কম bezel এর স্মার্টফোন তেমন পাওয়ার সম্ভাবনা নেই।
sony Xperia 1 V এ আন্ডার ডিসপ্লে ক্যামেরা অপশন থাকবে। এ হ্যান্ডসেটে সেলফি ক্যামেরা এবং যেসব অভিনব নতুন ফিচার নিয়ে আসবে তা সাধারণত অন্যকোন স্মার্টফোনে দেখা যায় না।
সনির পাশাপাশি গুগল পিক্সেল ফোল্ড ডিভাইসে আলট্রা মাইক্রো হোলের সেলফি ক্যামেরা থাকতে পারে। ইন্টারনেটে ফাস হওয়া তথ্য থেকে সনির এ স্মার্টফোন সম্পর্কে খবর পাওয়া যায়।
সনি এখনো কনফার্ম করেনি যে তাদের এই স্মার্টফোনটি বাজারে আসবে। জাপানের এই কোম্পানি প্রযুক্তির মার্কেটে বিখ্যাত জনপ্রিয়। এর আগে তারা অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে বের করেছে। আগ্রহী কাস্টমাররা সনির কাছ থেকে নতুন স্টাইলের স্মার্টফোন বাজারে দেখতে চায় যেখানে নতুনত্ব থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।