সারাবিশ্বে সনি এক্সপেরিয়া ফোনের জনপ্রিয়তা থাকলেও খুব কম স্মার্টফোনের বাজারে আসতেছে অনেক বছর ধরে।
সনির যে ফোনগুলো বর্তমানে বাজারে পাওয়া যায় তার মধ্যে এক্সপেরিয়া এইস সিরিজটি বেশ জনপ্রিয় এবং এক্সক্লুসিভ শুধুমাত্র জাপানে।
সনি এক্সপেরিয়া এইস স্মার্টফোনটি প্রথমে ২০১৯ সালে বাজারে এসেছিল, পরবর্তীতে Xperia Ace II ফোনটি ২০২১ সালে এবং Sony Xperia Ace III ফোনটি খুব শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে। তার কারণ হচ্ছে ইন্টারনেটে Xperia Ace III ফোনের একটি ছবি লিক হয়েছে এবং সে ছবিটি পাওয়া যায় @OnLeaks and Zollege এ।
সনি এক্সপেরিয়া ৫.৫ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আসতে যাচ্ছে। ফোনটি বর্তমান বাজারে থাকা সবচেয়ে ছোট ডিসপ্লের ফোন ফোন হতে পারে। যদিও Xperia 10 III (6.0” display, different aspect ratio) measures 154 x 68 x 8.3 mm, while the iPhone 13 mini is 131.5 x 64.2 x 7.7 mm ফোনের ডিসপ্লের সাইজও কাছাকাছি।
আরো ধারণা করা যাচ্ছে ফোনটিতে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক থাকবে, সাথে থাকবে কার্ড স্লট। পূর্ববর্তী ভার্সনের মত মাইক্রো এসডি কার্ড বাড়ানোর ব্যবস্থা থাকতে পারে ফোনটিতে।
ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন নিয়ে এখনও তেমন কোন ধারণা পাওয়া যায়নি। তবে লিক বলছে ফোনটিতে স্নাপড্রাগণ ৮৮৮ প্রসেসর দিয়ে আসতে পারে। যদিও আগের ভার্সনে ফোনগুলো Snapdragon 630 এবং Helio P35 দিয়ে এসেছিল। তাই Xperia Ace III স্ন্যাপড্রাগন ৮৮৮ দিয়ে আসবে কিনা এটাও নিশ্চিত কোনো খবর নয়।
ফোনটিতে ৪৫০০ এমএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাক ক্যামেরা হিসাবে ১৩ মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে।
যতটুকু বোঝা যাচ্ছে ফোনটি আগামী জুনে লঞ্চ হতে পারে কিন্তু সনি অফিশিয়ালি এখনো কোনো কিছু কনফার্ম করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।