গুঞ্জন উঠছে যে সনি তার নতুন Xperia Pro স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে অভূতপূর্ব উন্নতি ঘটাবে এবং শীঘ্রই বাজার এ বের করবে।
ইন্টারনেটে পাওয়ার তথ্য অনুযায়ী সনি এক্সপেরিয়া এর দ্বিতীয় জেনারেশনের স্মার্টফোন মূলত ফটোগ্রাফির জন্য মানানসই হবে। আশা করা হচ্ছে এ বছরের নভেম্বর মাসে সনির হ্যান্ডসেটটি আলোর মুখ দেখবে।
সনির এই স্মার্টফোনে তিনটি ক্যামেরা লেন্স থাকবে। প্রত্যেকটি লেন্সের সেন্সরে উন্নতি ঘটানো হবে। মেইন ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। ক্যামেরার সব থেকে ইউনিক ফিচার হবে অ্যাপাচার পরিবর্তন করা নিয়ে।
স্মার্টফোনটির মেইন ক্যামেরার অ্যাপাচার ১.২ থেকে ৪ পর্যন্ত পরিবর্তন করা সম্ভব হবে। সনি তার ক্যামেরা সেকশনের মেগাপিক্সেল এ ইউনিক ফিচার যুক্ত করেছে।
সনির তিনটি ক্যামেরা মিলিতভাবে ৪৮ মেগাপিক্সেল বজায় রেখে ছবি তুলতে সক্ষম। তবে প্রত্যেকটি ক্যামেরা আলাদা আলাদা ১২ মেগাপিক্সেল পর্যন্ত বজায় রেখে ছবি তুলতে পারে।
সনির মেইন ক্যামেরা হবে আলট্রা-ওয়াইড এবং IMX903 সেন্সর ব্যবহার করা হবে। সনির দ্বিতীয় ক্যামেরা তে IMX803 সেন্সর ব্যবহার করা হবে।
এর আগে sony experia এর প্রথম ভার্সনের স্মার্টফোনে টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছিল। সেখানে IMX557 সেন্সর ব্যবহার করা হয়েছিল।
তবে দুটি ক্যামেরা লেন্স ১২ মেগাপিক্সেল পর্যন্ত বজায় রেখে ছবি তুলতে সক্ষম ছিল। প্রযুক্তিবিদরা আশা করছেন সনির নতুন স্মার্টফোনটি ফটোগ্রাফির জন্য খুবই উপযুক্ত হবে।
সনি তার আগের স্মার্টফোনটি অক্টোবরে রিলিজ করেছিল। ধারণ করা হচ্ছে ২০২৩ এর আগেই সনি তার পরবর্তী হ্যান্ডসেট বাজারে উন্মোচন করতে পারবে। ধারণা করা হচ্ছে বাজারে আসার পর স্মার্টফোনটির দাম হতে পারে ৯৫ হাজার টাকা ও ৮০ হাজার রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।