সনি ২০২০ সালের মে মাসে জেড-ভি ওয়ান ডিজিটাল ক্যামেরা বাজারে উন্মোচন করেছিল। প্রযুক্তিপ্রেমীরা মনে করছেন যে এখনো পর্যন্ত সেরা ভ্লগিং ক্যামেরা হিসেবে এটির বেশ সুনাম রয়েছে। সনি বর্তমানে দুর্দান্ত ফিচার নিয়ে মাঝারি বাজেটে ডিজিটাল ক্যামেরা লঞ্চ করতে আগ্রহী।
সনি তাদের পরবর্তী ডিজিটাল ক্যামেরা জেড-ভি ওয়ান এফ বাজারে নিয়ে আসতে যাচ্ছে। ২০ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স এখানে দেওয়া থাকবে। 4K রেজুলেশন বজায় রেখে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। তবে 4K রেজুলেশন এ ৩০ এফপিএস এর বেশি আপনি পাবেন না।
তাছাড়া natural bokeh, background blur করার মত জনপ্রিয় ফিচার তো থাকছেই। লেন্সের সাইজ হবে ২৪ থেকে ৭০ মিলিমিটার। অ্যাপাচার হবে ১.৮ থেকে ২.৮।
তবে পূর্বের জেড-ভি ওয়ান ক্যামেরা থেকে এটির ব্রাইটনেস কম মনে হয়েছে। তবে ছবি ও ভিডিও এর ডেপথ অফ ফিল্ড ফিচারটি প্রশংসার দাবি রাখে। কেননা ক্যামেরাটির সিনেমাটিক মোড অপশন মুগ্ধ হওয়ার মতোই। আইফোন ১৪ সিরিজ এবং গুগল পিক্সেল স্মার্টফোনে এ সিনেমাটিক মুড ফিচার সিমুলেট করার চেষ্টা করা হয়েছে।
এ ক্যামেরাকে পূর্বের জেড-ভি ওয়ান ক্যামেরার পরবর্তী ভার্সন বলা হচ্ছে। মাঝারি বাজেটে ক্রেতারা যেন ভালো মানের ডিজিটাল ক্যামেরা ব্যবহার করতে পারেন সে বিষয়টি মাথায় রেখে সনি এটি বাজারে ছাড়তে আগ্রহী।
হাত দিয়ে ট্যাপ করেই আপনি সম্পূর্ণ ফোকাস অপশন ব্যবহার করতে পারবেন। টাচ স্ক্রিন স্টাইলে কিছুই ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।
তবে অটোফোকাস সিস্টেম আগের ভার্সনের ক্যামেরায় ভালো কাজ করেছে। তবে সনি দাবি করছে যে অটোফোকাস এর বিষয়টি তেমন গুরুতর নয়।
সনির জেড-ভি ওয়ান এফ ক্যামেরায় ইউএসবি টাইপ-সি চার্জিং ফিচার রাখা হয়েছে। এ ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় আপনি ইলেকট্রনিক স্ট্যাবালাইজেশন অপশন ব্যবহার করতে পারবেন।
সনির জেড-ভি ওয়ান এফ ক্যামেরার দাম হবে ৪০ হাজার রুপি ও ৫০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।