সনি আনছে রহস্যময় ৩টি স্মার্টফোন আনছে, যা জানা গেল

Sony’s 3 mystery smartphones

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Sony নতুন স্মার্টফোন তৈরি করতে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি আমাদের IMEI Database-এ Sony-র ৩টি রহস্যময় মডেলের খোঁজ মিলেছে। এর মাধ্যমে অনুমান করা যায়, Sony শীঘ্রই নতুন কিছু স্মার্টফোন বাজারে আনতে চলেছে। তবে এই স্মার্টফোনগুলির ফিচার সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আমরা কেবল নিশ্চিত করতে পারি যে, Sony শীঘ্রই ৩টি নতুন ডিভাইস লঞ্চ করবে।

Sony’s 3 mystery smartphones

IMEI Database-এ Sony-র ৩টি নতুন মডেলের অস্তিত্ব পাওয়া গেছে। তবে এই ডিভাইসগুলির কোনো টেকনিক্যাল স্পেসিফিকেশনের তথ্য এখনও পর্যন্ত প্রকাশ হয় নি। কিন্তু এর উপস্থিতি থেকেই আমরা জানতে পারছি যে Sony শীঘ্রই এই ৩টি মডেল বাজারে আনতে চলেছে। এই ৩টি মডেলের নাম্বারগুলি হলো : * PM-1502-BV * PM-1503-BV * PM-1504-BV

গত মে মাসে Sony শেষবার 2টি স্মার্টফোন লঞ্চ করেছিল। সেগুলি ছিল Sony Xperia 1 VI এবং Sony Xperia 10 VI মডেল। তবে নতুন যে ৩টি মডেলের তথ্য পাওয়া গেছে, তা কোন ডিভাইসের সাথে সম্পর্কিত তা এখনও জানা যায়নি। তাই এই মডেলগুলি নিয়ে আগাম অনুমান করা কিছুটা কঠিন।

মেয়েরা সবার আগে ছেলেদের ১০টি জিনিস দেখে

নতুন Sony স্মার্টফোন নিয়ে আপনি কী ভাবছেন? এই নতুন মডেল নাম্বারগুলি কোন মডেলগুলির অন্তর্ভুক্ত হতে পারে তা খুব শীঘ্রই জানা যাবে।