বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : টেলিভিশন বা ওয়্যারলেস হেডফোনের পাশাপাশি ফটোগ্রাফির জগতেও বড় অবদান রাখছে সনি। কোম্পানিটি প্রতিনিয়ত নতুন সব পণ্য বাজারজাত করছে। স্মার্টফোন উৎপাদনকারীরাও সনি নির্মিত ক্যামেরা ও লেন্স ব্যবহার করছে।
এরই অংশ হিসেবে একাধিক লেন্স ব্যবহারের সুবিধাসহ নতুন ভ্লগিং ক্যামেরা জেডভি-ইওয়ান উন্মোচন করেছে কোম্পানিটি। ভারতের বাজারে আসা ক্যামেরাটিতে ফুল ফ্রেম ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটি আকারে ছোট, ওজনে হালকা ও উন্নত ফিচারসমৃদ্ধ।
ক্যামেরাটি কেনার ক্ষেত্রে সনি ইন্ডিয়া বিশেষ অফারও দিচ্ছে। জেডভি-ইওয়ান কিনলে এর সঙ্গে ১৯ হাজার ১৭০ রুপি মূল্যের টুল পাওয়া যাবে। সনির এ ক্যামেরায় ৩৫ মিলিমিটারের এক্সমোর আর সেন্সর রয়েছে। এতে বিআইওএনজেড এক্সআর নামের ইমেজ প্রসেসর রয়েছে। ক্যামেরাটি দিয়ে প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে রেজল্যুশনের ভিডিও রেকর্ড করা যাবে।
এছাড়া স্লো-মোশন ভিডিও ধারণের জন্য ১০এক্স জুম সুবিধা পাওয়া যাবে। জেডভি-ইওয়ান এল মডেলটি ২৮-৬০ মিলিমিটার জুম লেন্সসহ কিনতে ৩ হাজার ডলার বা ২ লাখ ৪৩ হাজার ৯৯০ রুপি ব্যয় হবে। অন্যদিকে জেডভি-ইওয়ানের শুধু বডি কিনতে ২ হাজার ৬০০ ডলার বা ২ লাখ ১৪ হাজার ৯৯০ রুপি ব্যয় হবে। গিজমোচায়না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।