শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তামান্না-বিজয়

তামান্না-বিজয়

বিনোদন ডেস্ক : বলিউডে বেশির ভাগ তারকারাই প্রেমের সম্পর্কের শুরুতে লুকোচুরি করেন। প্রকাশ্যেই আনতে চান না কেউ। তবে এ ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম বলিউডের জনপ্রিয় দুই তারকা তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক নেই এই প্রেমিক যুগলের।

তামান্না-বিজয়

এবার জানা গেল, শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছেন তামান্ন-বিজয়। দুজনের পরিবারের তরফ থেকেও বিয়ের চাপ দেওয়া হচ্ছে।

বেশ কয়েক মাস আগেই বিজয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন তামান্না। এবার তারা গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম।

এর আগে এক সাক্ষাৎকারে বিজয় সম্পর্কে তামান্নার বলেছিলেন, তিনি এমন একজন মানুষ যার সঙ্গে আমি খুব সহজেই সামনের কথা ভাবতে পারি। দারুণ সংযোগ আমাদের। নিজেকে পুরোপুরি আমার কাছে সপে দিয়েছেন তিনি। ফলে আমার জন্যই তার কাছে নিজেকে সপে দেওয়া সহজ হয়েছে।

অভিনেত্রী আরও বলেন, বিজয় এমন একজন মানুষ যার প্রতি আমি ভীষণ যত্নশীল। আর হ্যাঁ, ও আমার সব খুশির ঠিকানা।

আত্মহত্যার চেষ্টার গুঞ্জন, অসুস্থতা নিয়ে যা জানাল তিশার পরিবার

প্রসঙ্গত, চলতি বছরে ‘লাস্ট স্টোরিজ টু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তমন্না-বিজয়। পর্দায় তাদের রসায়ন ব্যাপক নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের।