ভ্রণের আলট্রাসাউন্ড ছবি পাঠিয়ে ও সেটি সবাইকে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে দক্ষিণ কোরিয়ার ফুটবলার সন হিউং-মিনের কাছ থেকে ৩০ কোটি দক্ষিণ কোরিয়ান ‘ওন’ বা ২ লক্ষ মার্কিন ডলার হাতিয়ে নিয়েছিলেন ইয়াং নামে এক দক্ষিণ কোরিয়ার তরুণী। এমন প্রতারণার দায়ে ওই তরুণীকে ৪ বছরের জেল দিয়েছে দেশটির আদালত। আজ সোমবার এই রায় ঘোষণা করা হয়। খবর ‘ফ্রান্স ২৪’-এর।

সনের কাছ থেকে টাকা নিয়ে বিলাসবহুল পণ্য কিনেছিলেন ইয়াং। এরপর সনের কাছ থেকে আরও ৭ কোটি ‘ওন’ দাবি করেন ওই তরুণী। এবার তার সঙ্গে ছিলেন ইওং নামে অন্য একজন পুরুষ। তবে এবার আর পার পাননি। পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই দুজনকে গ্রেপ্তার করতে বাধ্য করেন ও সাজা নিশ্চিত করেন। এর আগের বার মান-সম্মানের ভয়ে চুপ ছিলেন সন।
সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি আদালত ইয়াংয়ের পাশাপাশি ইওংকে ২ বছরের জন্য শাস্তি দেয়। জানা গেছে, ইওং আর ইয়াং প্রেমের সম্পর্কে আছেন। গত মে মাস থেকেই জেলে আছেন তারা।
বিচারক জেওং-বিন সোমবার (৮ ডিসেম্বর) বলেন, ‘এটা সাধারণ হুমকি বা টাকা চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সে (ইয়াং) আরও পদক্ষেপ নিয়েছিল, যেমন গণমাধ্যম ও বিজ্ঞাপন সংস্থাগুলোকে জানিয়েছে। পরিচিত মুখ সনের ইমেজ নষ্ট করেছে।’ এই ঘটনা জানাজানি হওয়ায় সন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান তিনি।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিচারকার্য চলাকালে গত মাসে উপস্থিত হয়েছিলেন সন।
৩৩ বছর বয়সী সন গত অক্টোবরে মেজর লিগ সকারের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়ের সম্মান পান। লস অ্যাঞ্জেলস এফসিতে খেলেন তিনি। গত আগস্টে এমএলএসে ইতিহাস গড়ে ক্যালিফোর্নিয়ায় যান টটেনহ্যামের সাবেক এই তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



