ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিন তিশা একসঙ্গে বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। পর্দায় তাঁদের রসায়ন মুগ্ধ করেছেন নাট্যপ্রেমীদের। পর্দার বাইরে দুইজন একে অপরের বন্ধুও! সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা আলাপকালে তৌসিফ জানিয়েছেন, নাটকের একটি দৃশ্য শুটিংয়ের সময় সহঅভিনেত্রী তিশাকে কোলে তুলতে গিয়ে তাঁর হাতের হাড় ভেঙেছিল।
অভিনেতার কথায়, ‘ও আমার বন্ধু, এজন্যই বলতেই পারি তবে স্যরি! তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে আমার হাড় ভেঙেছিল।’ ২০২২ সালের ১৬ ডিসেম্বরের মুক্তিপ্রাপ্ত ‘স্বাধীনতা তুমি’ নাটকের একটি দৃশ্য শুটিংয়ের সময় ঘটনাটি ঘটে।
এ তারকা বলেন, ‘নাটকে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে ছিলাম, আর তিশা ছিলেন একজন বীরাঙ্গনা যে মারা গেছে। পোস্টারের জন্য ওর লাশ আমি কোলে তুলে নিয়েছিলাম!
পোস্টারের জন্য ওঁকে (তানজিন তিশা) কোলে ২-৪ মিনিট রাখতে হয়েছিল। তখনই চাপটা পড়ে। এরপর প্রায় এক মাস আমার বাম হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারিনি। রাতে ঘুমাতে গেলেও ব্যথা করত।’
তৌসিফ-তটিনীর ‘শর্টকাট লাভ স্টোরি‘ এরপর তৌসিফ মজা করে বলেন, ‘তিশা আমার খুব কাছের বন্ধু। তবুও ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটা বলা দরকার ছিল—তিশার কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।