স্বপ্নের নায়কের সঙ্গে যাত্রা শুরু করলেন জাহ্নবী

জাহ্নবী

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা তাকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। অর্ধযুগ পর এ নায়ককে নিয়ে ফের নির্মাণ করছেন ‘এনটিআর৩০’ শিরোনামে একটি সিনেমা।

জাহ্নবী

নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর। দীর্ঘ আলোচনার পর সিনেমাটিতে তার বিপরীতে চূড়ান্ত করা হয় শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে। জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করা জাহ্নবীর স্বপ্ন ছিল। একাধিকবার এ কথা বলেছেন তিনি। অবশেষে স্বপ্নের নায়কের সঙ্গে যাত্রা শুরু করলেন জাহ্নবী।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার(২২ মার্চ) হায়দরাবাদে পূজা অনুষ্ঠানের মাধ্যমে ‘এনটিআর৩০’ সিনেমার যাত্রা শুরু করেছেন নির্মাতারা। এসময় জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর ছাড়াও উপস্থিত ছিলেন এস এস রাজমৌলি, প্রশান্ত নীল, বনি কাপুর প্রমুখ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ইনস্টাগ্রাম পোস্টে জাহ্নবী কাপুর বলেন— ‘শুভ দিন। বিশেষ একটি যাত্রা শুরু করলাম।’

এ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন জাহ্নবী কাপুর? এ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘এনটিআর৩০’ শিরোনামের এ সিনেমার জন্য শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর ৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ১২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র নায়িকা রয়েছেন। যেমন— সামান্থা রুথ প্রভু। তিনি প্রতি সিনেমার জন্য ৫ কোটি রুপি নিয়ে থাকেন। কিন্তু জাহ্নবী কাপুর বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী। আর এই সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। জাহ্নবীর এই পারিশ্রমিক সমতা বজায় রেখেছে বলে মত চলচ্চিত্র সংশ্লিষ্টদের।

তবে টলিউড ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির জন্য ৩ কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছেন জাহ্নবী কাপুর। তবে এ বিষয়ে পরিচালক কিংবা জাহ্নবী কাপুরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। আর এ সিনেমার মাধ্যমে ২ বছর পর পর্দায় ফিরবেন জুনিয়র এনটিআর।

জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। গত ২৫ মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি।

পৃথিবীর সবচেয়ে বড় কলা এটি, ওজন ৩ কেজি

‘ধড়ক’ সিনেমার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিলি’। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’।