স্বপ্নে দেখা লটারির নম্বর কিনে জিতলেন ২ কোটি টাকা

লটারি

আন্তর্জাতিক ডেস্ক : তিনি স্বপ্নে দেখেছিলেন নম্বরটা। আর সেই নম্বরের লটারি কেটেই বাজিমাত। প্রায় দু’কোটি টাকার লটারি জিতলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক ব্যক্তি। এভাবে ভাগ্য ঘুরে যাবে স্বপ্নেও ভাবেননি আলোনজো কোলম্যান। লটারিতে আড়াই লাখ ডলার জিতেছেন ভার্জিনিয়ার ওই প্রৌঢ়। খবর নিউজ উইকের।

লটারি

মাত্র দুই ডলার দিয়ে লটারির টিকিটটি কিনেছিলেন কোলম্যান। ১১ জুন হয়েছিল খেলা। গত বৃহস্পতিবার যখন ফল ঘোষণা হয়, তখন বিশ্বাসই করে উঠতে পারেননি তিনি।
লটারি সংস্থার কর্মীদের তিনি বলেন, এটা বিশ্বাস করা খুব কঠিন। এখনও মাথায় ঢুকছে না।

ওই লটারির প্রথম পুরস্কার মূল্য ১০ লাখ ডলার বা প্রায় আট কোটি টাকা। দ্বিতীয় পাঁচ লাখ ডলার বা প্রায় চার কোটি টাকা। তৃতীয় পুরস্কারের মূল্য আড়াই লাখ ডলার যা জিতেছেন কোলম্যান।

দেবের সঙ্গে আবারও করলেন কৌশানী