বিনোদন ডেস্ক : নতুন বছর বেশ কয়েকটি আলোচিত সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসবেন অভিনেত্রী ইয়ামি গৌতম। বর্তমানে তার হাতে ‘চোর নিকাল কে ভাগা’, ‘ওএমজি ২’, ‘ধুম ধাম’সহ আরও কিছু সিনেমার কাজ রয়েছে। এদিকে ভারতীয় তারকাদের বায়োপিকে অভিনয়ের প্রতি বেশ আগ্রহী দেখা যায় বরাবরই। সেই তালিকায় এবার যুক্ত হতে চান ইয়ামি।
সম্প্রতি এক সাক্ষাত্কারে এমনটাই জানান এই অভিনেত্রী। তার প্রিয় অভিনেত্রী মধুবালার ভূমিকায় অভিনয় করার সুপ্ত বাসনা মনে লালন করছেন তিনি। যদি কখনও সেই সুযোগ আসে তবে হাতছাড়া করতে চান না ইয়ামি।
তিনি বলেন, ‘যদি মধুবালা জির বায়োপিকে অভিনয়ের সুযোগ কখনও পাই তাহলে এর চেয়ে ভালো অর্জন আর জীবনে কিছু হতে পারে না। আমি জানি আমার অন্যান্য চলচ্চিত্রের ঘোষণার সঙ্গে এই ঘোষণার কোনো সম্পর্ক নেই। তবে স্বপ্ন দেখি মধুবালা হওয়ার।’
মধুবালার চরিত্রের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ প্রসঙ্গে ইয়ামি আরও বলেন, ‘আমি আগেও একাধিকবার বলেছি যে, ঘুমানোর আগে বিভিন্ন বিখ্যাত তারকার ইন্টারভিউ এবং পুরনো গান শোনা আমার অভ্যাসে পরিণত হয়েছে। মধুবালা জির একাধিক ইন্টারভিউ আমাকে মুগ্ধ করেছে। কতটা সুন্দরভাবে তিনি কথা বলেন! তাছাড়া তার অভিনয় এবং ব্যক্তিজীবন নিয়েও বেশ স্টাডি করেছি। সব মিলিয়ে তাকেই আমার প্রিয় অভিনেত্রী মনে হয়। তাই তার মতো অভিনেত্রীর চরিত্র পর্দায় তুলে ধরতে পারা অবশ্যই আমার কাছে স্বপ্নের মতো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।