স্বপ্নকে সত্যি করেছেন এই তারকারা

তারকারা

বিনোদন ডেস্ক : বলা হয় কোনোকিছু মন থেকে চাইলে, গভীর শ্রদ্ধাবোধ আর আকাঙ্ক্ষা দিয়ে তা একদিন জয় করে মানুষ। কিন্তু কয়জন পারে নিজের বহুদিনের স্বপ্ন পূরণ করতে? তবে কিছু তারকা কিন্তু আছেন যারা নিজের ইচ্ছে, আকাঙ্ক্ষা, স্বপ্ন পূরণ করে দেখিয়েছেন।

তারকারা

আলিয়া ভাট : জনপ্রিয় এই বলি তারকা দীর্ঘদিন ধরেই পছন্দ করতেন আরেক বলিউড অভিনেতা রণবীর কাপুরকে। আলিয়ার ক্যারিয়ারের শুরুর দিকে লাইভ টেলিভিশনে রণবীরকে প্রপোজ করেছিলেন আলিয়া। এমনকি বেশ কয়েকবার তাকে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন রণবীর। অবশেষে সে স্বপ্ন পূরণ হয়েছে ভাট কন্যার।

টম হলান্ড : স্পাইডারম্যান কে না হতে চান? টমও চেয়েছিলেন। ২০১৩ সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে টম বলেন একজন নির্দিষ্ট সুপারহিরোর চরিত্রে কাজ করতে চান তিনি। ঠিক তার তিন বছর পর বড়পর্দায় স্পাইডারম্যান হয়ে আসেন টম হলান্ড।

এড শেরেন : ‘শেপ অব ইউ’ শিল্পী এড শেরেনকে চেনেন নিশ্চয়ই? ২০১১ সালে এড টুইট করে লেখেন কয়েক বছরের মধ্যেই ভবিষ্যতের জন্য ‘বড় পরিকল্পনা’ রয়েছে তার। এর এক মাস পর একটি অ্যালবাম প্রকাশ করেন এড ,যা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের মধ্যে একজন করে তুলেছে তাকে।

ডায়াবেটিসের রোগীরা কি আপেল খেতে পারবেন

ক্যাথরিন শোয়ার্জনেগার : স্বপ্নের পুরুষকে বিয়ে করার তকমা জিতেছেন আমেরিকান এই লেখিকাও। ২০১৮ সালে ক্যাথরিনকে একটি অনুষ্ঠানে ক্রিস প্র্যাট, ক্রিস ইভান্স এবং ক্রিস পাইনের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। তিনি সেসময় ক্রিস প্যাটের নাম নেন। এক বছর পর ২০১৯ সালে বিয়ে করেন ক্যাথরিন শোয়ার্জনেগার ও ক্রিস প্যাট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া