জুমবাংলা ডেস্ক : এলাকাবাসীকে চমকে দিয়ে পরিবারের স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরলেন সানাউল্লাহ নামে এক আমেরিকা প্রবাসী। শুক্রবার বেলা ১১টায় তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর মুমুরদিয়া গ্রামের বাড়ির সামনের জমিতে হেলিকপ্টার নিয়ে অবতরণ করেন।
এ সময় এক নজর দেখতে গ্রাম ও আশপাশের বিভিন্ন বয়সের কৌতূহলী হাজারো নারী-পুরুষ ভিড় জমায়।
এর আগে প্রবাসী পরিবারের অভিভাবক সানাউল্লাহ এবং স্ত্রী বন্যা অর্পনা, মেয়ে সানিয়া ইদনাথ (১০) ও ছেলে ইহানককে (৬) নিয়ে আমেরিকা থেকে বিমানে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সানাউল্লাহ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের উত্তর মুমুরদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত রহমত উল্লাহর ছেলে। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে আমেরিকায় বসবাস করছেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে থেকেই হেলিকপ্টারে সানাউল্লাহর পরিবার নিয়ে আমেরিকা থেকে আসার খবর এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে।
হেলিকপ্টারে চড়ে তাদের বাড়ি ফেরার এমন দৃশ্য দেখতে শুক্রবার সকাল থেকেই ভিড় জমান উৎসুক বিভিন্ন বয়সের নারী-পুরুষ। বেলা ১১টায় কটিয়াদী উপজেলার উত্তর মুমুরদিয়া গ্রামের বাড়ির সামনের জমিতে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় প্রবাসী সানাউল্লাহসহ তার স্ত্রী-সন্তানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার স্বজন, বন্ধু ও শুভার্থীরা।
উৎসুক বিভিন্ন বয়সের নারী-পুরুষের সঙ্গে উপস্থিতি ছিলেন মুমুরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরী, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. লিটন সূত্রধর, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মো. মজিবুর রহমান, ৩নং ওয়ার্ড সদস্য আবু তাহের, ৬নং ওয়ার্ড সদস্য শাহাবুদ্দীন ও ৪নং ওয়ার্ড সদস্য লিটন মিয়াও।
হেলিকপ্টার নিয়ে অবতরণের পর প্রবাসী সানাউল্লাহ জানান, আমেরিকা থেকে বাংলাদেশে আসতে তার দীর্ঘ ৩৪ ঘণ্টা সময় লেগেছে। পরে ঢাকা থেকে বার্ডস আই মানিকখালী হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিসের হেলিকপ্টারে করে বাড়িতে পৌঁছেন।
তিনি আরও বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল স্ত্রী-সন্তানদের নিয়ে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে ফেরার। আমার সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। দীর্ঘদিন পর বাড়িতে এসে খুব ভালো লেগেছে জানালেন তিনি। স্ত্রী-সন্তানদেরও গ্রাম দেখে ভালো লেগেছে। বেশ কিছুদিন বাড়িতে থাকব, পরে পরিবার নিয়ে আমেরিকায় ফিরে যাব।
বগুড়ায় ব্যতিক্রমী র্যাম্প শো, মডেল হয়ে হেঁটেছে সুসজ্জিত গরু
মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরী জানান, হেলিকপ্টার দেখার জন্য উৎসুক জনতাকে সামাল দিতে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রাম পুলিশ দল সহায়তা করেছে। সানাউল্লাহ নিয়মিতই এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ান। এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।