চীনা এআই স্বপ্ন গুঁড়িয়ে দিলো সোরা

টেক্স-টু-ভিডিও মডেল সোরা

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চীনের স্বপ্ন ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশ্বের সেরা হবে। কিন্তু সাম্প্রতিক ওপেন এআইয়ের টেক্স-টু-ভিডিও মডেল সোরা সেই স্বপ্নকে গুঁড়িয়ে দিয়েছে। অনেকে মনে করছেন, চীন যে এই দিক থেকে কতটা পিছিয়ে আছে, সেটাই ভালোভাবে দেখিয়ে দিয়েছে সোরা।

টেক্স-টু-ভিডিও মডেল সোরা

মাত্র কয়েক বছর আগেও চীন যেভাবে এই প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছিল, তাতে মনে হচ্ছিল যে তারা সবাইকে ছাড়িয়ে যাবে। বিশেষ করে ফেসিয়াল রিকগনাইজেশনের মতো বেশ চমৎকার অ্যাপ্লিকেশন উদ্ভাবন তাদের মধ্যে উচ্চাশা জাগিয়েছিল। কিন্তু টেক্স, ইমেজ ও ভিডিওর মতো কনটেন্ট উৎপাদকার জেনারেটিভ এআই চীনকে পিছিয়ে দিয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি সোরার লঞ্চ এআই যুদ্ধে পাশ্চাত্যকে অনেক এগিয়ে দেয়। একইসাথে মার্কিন নিষেধাজ্ঞার কারণে অনেক উন্নত টুলস ব্যবহারে সমস্যায় পড়ে চীন। এটিও তাকে পিছিয়ে দিচ্ছে।

চীনা ইন্টারনেট সিকিউরিটি প্রতিষ্ঠান ৩৬০ সিকিউরিটি টেকনোলজির প্রতিষ্ঠাতা ঝু হনগই স্পষ্টভাবেই স্বীকার করেন, সোরার আগমন চীনের মাথায় ঠান্ডা পানি ঢালার মতো কাজ হয়েছে।
চীনা মিডিয়া ইয়িসাই জানায়, এটি অনেক লোকের মাথা নত করে দিয়েছে, আমাদের বিশ্বের নেতাদের সাথে ব্যবধানটি দেখিয়ে দিয়েছে।

ক্যামেরা থেকে পারফরম্যান্স সব হবে ফাটাফাটি, OnePlus 9R ফোনে এল নতুন আপডেট

অবশ্য এখনো সোরার এক্সেস সীমিত। কয়েকটি ওপেন এআইয়ের মতো এটি ওপেন সোর্স নয়। মাত্র কয়েক ব্যক্তি মডেলটির ট্রায়ালে অংশ নিতে পারছেন।

সূত্র : সাউথ এশিয়ান মর্নিং পোস্ট