বিনোদন ডেস্ক : পৃথিবীতে সিনেমার এক শতকেরও বেশি সময়ের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। নানা ধরণের অনুভূতি, গল্প, ও বার্তার সিনেমা সময়ের সাথে তৈরি হয়েছে, যা আজও দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। কারো কাছে পারিবারিক গল্পের সিনেমা প্রিয়, কেউ ভালোবাসেন রোমান্টিক ছবি, আবার কেউ বেছে নেন অ্যাকশন, যুদ্ধ, অ্যাডভেঞ্চার বা ফ্যান্টাসি ঘরানার সিনেমা।
তবে সিনেমার এই বিশাল জগতের ভিড়ে অনেক ছবি হারিয়ে গেলেও কিছু সৃষ্টি রয়ে গেছে চিরকালীন ক্লাসিক হয়ে। তাই সর্বকালের সেরা সিনেমা কোনটি—এই প্রশ্নের উত্তর দেয়া সহজ নয়। তবে হলিউডের কিংবদন্তি নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা কোনো দ্বিধা ছাড়াই বলেছেন, সর্বকালের সেরা সিনেমা হলো ‘দ্য গডফাদার’।
‘দ্য গডফাদার’কে সর্বকালের সেরা বললেন স্পিলবার্গ
গত শনিবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে হলিউডের তারকারা জমায়েত হয়েছিলেন ফ্রান্সিস ফোর্ড কপোলাকে সম্মান জানাতে। কপোলা পেয়েছেন আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (AFI) সর্বোচ্চ সম্মাননা—লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
কপোলার দীর্ঘদিনের বন্ধু এবং সহকর্মী স্টিভেন স্পিলবার্গ ও জর্জ লুকাস তার হাতে ৫০তম AFI লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেন।
স্মৃতিচারণমূলক বক্তৃতায় স্পিলবার্গ বলেন,
“‘দ্য গডফাদার’ আমার মতে সর্বকালের সেরা আমেরিকান চলচ্চিত্র। কপোলা আমেরিকান সিনেমার ধারা নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।“
জর্জ লুকাসও জানান, ১৯৬৮ সালে ‘ফিনিয়ান’স রেইনবো’ সিনেমার সেটে কপোলার সাথে কাজ করার অভিজ্ঞতা তার জীবন বদলে দিয়েছিল। লুকাস বলেন,
“তিনি আমাকে শিখিয়েছিলেন ক্লিফ থেকে লাফ দিতে ভয় পেও না। সেই শিক্ষা আমি আজীবন ধারণ করেছি।“
আবেগঘন বক্তব্যে কপোলার ধন্যবাদ
পুরস্কার গ্রহণের সময় কপোলা আবেগঘনভাবে বলেন,
“আমার ঘর কোনো নির্দিষ্ট স্থান নয়। আপনারাই আমার ঠিকানা—বন্ধুরা, সহকর্মীরা, শিক্ষক, পরিবার ও প্রতিবেশীরা।“
অনুষ্ঠানে রবার্ট ডি নিরো, আল পাচিনো, অ্যাডাম ড্রাইভার, হ্যারিসন ফোর্ড, মরগান ফ্রিম্যান, ডাস্টিন হফম্যান, রন হাওয়ার্ড, স্পাইক লি, ডায়ান লেন, রাল্ফ ম্যাকিওসহ অনেক তারকা কপোলার প্রতি শ্রদ্ধা জানান।
‘দ্য গডফাদার’ তারকা রবার্ট ডি নিরো বলেন,
“আপনি আমার জীবন বদলে দিয়েছেন।”
অন্যদিকে আল পাচিনো বলেন,
“আপনি আমার ওপর বিশ্বাস রেখেছিলেন, যখন আমি নিজেও নিজেকে নিয়ে সন্দিহান ছিলাম।“
সেদিন কপোলার অসাধারণ সৃষ্টিগুলো—দ্য গডফাদার ট্রিলজি, দ্য কনভার্সেশন, অ্যাপোক্যালিপ্স নাউ, এবং ব্রাম স্টোকার’স ড্রাকুলা—বিশেষভাবে উদযাপন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।