বিনোদন ডেস্ক : গত শতাব্দীর নব্বইয়ের দশকে শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ান সাংস্কৃতিক আগ্রাসন। এই শতাব্দীর শুরু থেকে তার তীব্রতা ক্রমেই বেড়েছে। গান, চলচ্চিত্র ও ধারাবাহিক নাটক—‘কোরিয়ান ওয়েভ’-এর প্রধান তিন অস্ত্র। ২০১২ সালে ‘গাংনাম স্টাইল’ দিয়ে যে উচ্চতায় পৌঁছেছে কে-পপ, তার ধারাবাহিকতা ধরে রেখেছে ‘বিটিএস’ ও ‘ব্ল্যাকপিংক’-এর মতো ব্যান্ডগুলো।
২০২০ সালে প্রথম অ-ইংরেজি ছবি হিসেবে অস্কারে সেরা ছবির স্বীকৃতি পায় ‘প্যারাসাইট’, এর পর থেকে কোরিয়ান ছবির প্রতি সারা বিশ্বের আগ্রহ তরতর করে বেড়েই চলেছে। খুঁজে খুঁজে দেখছে নতুন-পুরনো সব ছবি। আইএমডিবি রেটিংয়ে সর্বকালের সেরা ১০ কোরিয়ান চলচ্চিত্রের কথা পাঠকদের জানাচ্ছেন শবনম ফারিয়া
আ ট্যাক্সি ড্রাইভার [২০১৭] রেটিং ৭.৯/১০
সিউলের এক ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে গল্প। অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু অভ্যুত্থানে। জার্মান সাংবাদিক জার্গেন হাইনজপিটারের সঙ্গে এক ট্যাক্সিচালকের কথোপকথনের সূত্র ধরে ছবিটি নির্মাণ করেন জ্যাং হুন। ছবিটি সমালোচকরা দারুণ পছন্দ করেন।
সাইলেন্সড [২০১১] রেটিং ৮/১০
তািলকার ১০ নম্বরে আছে গং জি-ইয়ং-এর উপন্যাস ‘দ্য ক্রুসিবল’ অবলম্বনে নির্মিত ছবিটি। গোয়ানজুর এক বধির স্কুলের শিক্ষার্থীর ওপর পাঁচ বছর ধরে উপর্যুপরি যৌন নির্যাতনের সত্য ঘটনা অবলম্বনে গল্প। নির্মাতা হোয়াং ডং হ্যাংক ছবিতে আরো তুলে ধরেছেন শিশু নির্যাতন, দুর্নীতিসহ দক্ষিণ কোরিয়ার অন্ধকার সব দিক ।
আ মোমেন্ট টু রিমেম্বার [২০০৪] রেটিং ৮.১/১০
জাপানি টিভি নাটক ‘পিওর সৌল’ [২০০১] অবলম্বনে ছবিটি নির্মাণ করেন জন এইচ লি।
দুজন নারী-পুরুষের নিঃস্বার্থ ভালোবাসার গল্প। তাদের সেই ভালোবাসায় খানিকটা ফাটল ধরে যখন স্ত্রীর আলঝেইমার্স [স্নায়বিক ক্ষয়] ধরা পড়ে। স্বামীকে তখন একটি পরীক্ষার মধ্যে পড়তে হয়। ছবিটি দক্ষিণ কোরিয়ার পাশাপাশি জাপানের বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে। ২০১২ সালে ছবিটির তুর্কি রিমেক হয়, নাম ‘এভিম সেনসিন’।
মেমোরিজ অব মার্ডারস [২০০৩] রেটিং ৮.১/১০
কবি কিম কোয়াং-রিমের নাটক ‘কাম টু সি মি’ অবলম্বনে ছবিটির নির্মাতা বং জুন-হো। ১৯৮৬ সালে কোরিয়ার ছোট্ট এক শহরে দুই নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনা দিয়ে শুরু গল্প। স্থানীয় গোয়েন্দা পার্ক ডু-মান আগে কখনো এ ধরনের কেস সামলায়নি। পার্ক দাবি করে, সন্দেহভাজনদের চোখের ভাষা পড়ে সে আসামি শনাক্ত করতে পারবে।
পূর্ব এশিয়ার অন্যতম সেরা ক্রাইম থ্রিলার ছবিটি। যারা কোরিয়ান ছবির সঙ্গে পরিচিত হতে চান তাঁরা বং জুন-হোর ‘মেমোরিজ অব মার্ডারস’ দিয়ে শুরু করতে পারেন।
দ্য হ্যান্ডমেইডেন [২০১৬] রেটিং ৮.১/১০
সারাহ আন ওয়াটারসের উপন্যাস ‘ফিংগারস্মিথ’ [২০০২] অবলম্বনে পার্ক চ্যান-উকের ছবিটি। ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী ছবিটির গল্প ১৯৩০ সালের প্রেক্ষাপটে। জাপান দখলকৃত কোরীয় এলাকার চার মানুষের গল্প। ধনী নারী হিডিকো নিজের সম্পত্তি রক্ষার জন্য লোক নিয়োগ দেয়। সে লোক অন্য দুজনের সহায়তায় হিডিকোর সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা চালায়! দক্ষিণ কোরিয়ার ইতিহাস দারুণভাবে উঠে আসে ইরোটিক ও মনস্তাত্ত্বিক থ্রিলার ছবিটির বদৌলতে। চিত্রগ্রহণের জন্য সমালোচকদের কাছে আলাদা কদর রয়েছে ছবিটির।
হোপ [২০১৩] রেটিং ৮.২/১০
২০০৮ সালে দক্ষিণ কোরিয়ান আনসান অঞ্চলে আট বছর বয়সী শিশু মেয়েকে স্কুল থেকে কিডন্যাপ করে ধর্ষণ ও মারধর করে ৫৭ বছর বয়সী পুরুষ। মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়। নৃশংস এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত মাত্র ১২ বছর কারাগারে রাখার সাজা দেয় লোকটিকে। এই রায়ে ফেটে পড়ে পুরো দেশ। সেই সত্য ঘটনা অবলম্বনে লি জুন-ইকের ছবিটি যেকোনো দর্শককে নিস্তব্ধ করে দেবে! ধর্ষিত হওয়ার পর কোনো শিশু ও তার পরিবারের মানসিক অবস্থা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা।
ডোন্ট সে স্যরি [২০১৮] রেটিং ৮.২/১০
স্কুলে রটে যায়, চই ইয়ো সমপ্রেমী। বান্ধবী হা-জিয়োঙ্গের সঙ্গ ভালো লাগে চইয়ের। যা রটেছে তার কতটা সত্য? তার উত্তর নেই চই ও জিয়োঙ্গ কারো কাছেই। লিদা ইয়োনের ছবিটিতে দারুণভাবে মেয়েদের সমপ্রেম ও তাদের যৌনতার বিষয় ফুটে উঠেছে।
ওল্ডবয় [২০০৩] রেটিং ৮.৪/১০
পার্ক চ্যান-উকের আরেকটি মাস্টারপিস। জাপানি গ্রাফিক নভেল থেকে আইডিয়া নিয়ে অ্যাকশন থ্রিলারটি নির্মাণ করেন পার্ক। ১৫ বছর একটি বদ্ধ ঘরে আটক থাকার পর মুক্তি পেয়ে ওহ দাই-সু খুঁজতে শুরু করে তার অপহরণকারীকে। হাতে সময় মাত্র পাঁচ দিন। কানে গ্র্যাঁ প্রি জেতা ছবিটি বলিউডে রিমেক হয় ‘জিন্দা’ [২০০৬] নামে, হলিউডে ‘ওল্ডবয়’ [২০১৩]। ব্রিটিশ এম্পায়ার ম্যাগাজিনের সর্বকালের সেরা ৫০০ ছবির তালিকায় এটি ৬৪তম। গার্ডিয়ানের দৃষ্টিতে তৃতীয় সেরা কোরিয়ান ছবিও এটি।
প্যারাসাইট [২০১৯] রেটিং ৮.৫/১০
বং জুন-হোর এই ব্ল্যাক কমেডি থ্রিলার অস্কারের ইতিহাসের প্রথম অ-ইংরেজি সেরা ছবি। কানে প্রথম কোরীয় ছবি হিসেবে পায় স্বর্ণপাম। গোল্ডেন গ্লোব, বাফটাসহ হেন কোনো পুরস্কার নেই, যেটা পায়নি ছবিটি। ছবির গল্প দরিদ্র কিম পরিবারের অর্থনৈতিক সমস্যা নিয়ে। কিম যে বাড়িতে ড্রাইভারের কাজ করে সেই বাড়ির মেয়েকে পড়ায় কিমের ছেলে। ধীরে ধীরে কিমের পরিবারের সবাই সে বাড়িতে কাজ নেয়। তারা সবাই একটা প্যারাসাইট [পরজীবী] জীবনযাপন শুরু করে। বড়লোকের সেই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অপেক্ষা করে আছে বিশাল এক চমক, ছবির শেষ দৃশ্যপট চমকে দেবে দর্শককে।
বুলগাসারি [১৯৬২] রেটিং ৯.৫/১০
কোরিয়ান রূপকথার দৈত্য বুলগাসারি। জাপানি ছবি ‘গডজিলা’র [১৯৫৪] অনুপ্রেরণায় কিম মায়োং-জে কোরিয়ায় তৈরি করেন ‘বুলগাসারি’। এটি কোরিয়ার প্রথম ছবি, যেটিতে ব্যবহৃত হয়েছে স্পেশাল ইফেক্ট। উত্তর কোরিয়ায় অপহৃত হওয়ার আগে ১৯৮৫ সালে ছবিটির রিমেক করেন শিন স্যাং-ওক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।