আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় রুপি সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে। প্রতি মার্কিন ডলারের বিপরীতে মিলছে ৮১ রুপিরও বেশি। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ডলারের বিপরীতে প্রথমবারের মতো ৮১ রুপি ছাড়িয়ে যায়। খবর এনডিটিভির।
মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পরই এই অস্থিরতার সৃষ্টি হয়। ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির রেকর্ড পতনের পর গতকাল বৃহস্পতিবার সবচেয়ে দুর্বল অবস্থায় ছিল ভারতীয় মুদ্রা। এরপর শুক্রবার সকালে লেনদেন শুরু হলে ডলারের বিপরীতে রুপির দাম আরও ৩৯ পয়সা কমে যায়। আর ডলার প্রতি রুপির মূল্য দাঁড়িয়েছে ৮১.১৮-তে। যা ভারতীয এই মুদ্রার ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন।
দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল আর্থিক অবস্থা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কারণে ভারতীয় রুপির মানের রেকর্ড পতন হয়েছে।
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।