সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ খেলার নতুন রেকর্ড

সর্বকনিষ্ঠ ফুটবলার

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলছে নারীদের ফুটবল বিশ্বকাপ। মঙ্গলবার (২৫ জুলাই) কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ আমেরিকার দলটির কাছে ম্যাচটি ২-০ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়া। তবে একটি রেকর্ড গড়েছেন কোরিয়ার ফুটবলার কাসি ফেইর।

সর্বকনিষ্ঠ ফুটবলার

এত দিন মেয়েদের বিশ্বকাপ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন নাইজেরিয়ার মেয়ে ইফিয়ানি চিয়েজিনের। ১৯৯৯ সালের নারী বিশ্বকাপে ১৬ বছর ৩৪ দিন বয়সে তিনি খেলতে নেমেছিলেন। তার রেকর্ড ভাঙলেন ফেইর।

ম্যাচের ৭৭ মিনিটে বদলি হিসেবে নেমে নারীদের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নাম লেখান ফেইর। মাঠে নামার সময় তার বয়স ছিল ১৬ বছর ২৬ দিন। যা ইফিয়ানির চেয়ে মাত্র আট দিন কম।

টেনশন থেকে মুক্তির ৬টি উপায়

দক্ষিণ কোরিয়ার অনূর্ধ্ব-১৭ দলে দারুণ পারফর্ম করে সিনিয়র দলে সুযোগ পান ফেইর। তাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কোরিয়ার কোচ বেল। তবে নিজের অভিষেক ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেননি তিনি।