ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার ( ২৬ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, সর্বমিত্র চাকমার পদত্যাগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য তার কাছে পৌঁছায়নি। তিনি জানান, এ সংক্রান্ত কোনো লিখিত পদত্যাগপত্রও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
দুপুরে ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এস এম ফরহাদ বলেন, সাধারণত পদত্যাগের মতো বিষয় লিখিতভাবে জানানো হয়। কিন্তু এ পর্যন্ত তার কাছে এ ধরনের কোনো আবেদন জমা পড়েনি।
তিনি আরও বলেন, লিখিত আবেদন ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কোনো বক্তব্য, পোস্ট বা প্রতিক্রিয়া ডাকসুর আনুষ্ঠানিক বিবেচনার আওতায় পড়ে না।
সর্বমিত্র চাকমার কর্মকাণ্ডের বৈধতা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মাদকের বিরুদ্ধে এবং অন্যান্য অন্যায়-অবিচারে আমরা স্ট্যান্ড নিই। কিন্তু আমরা বারবার দেখেছি, প্রশাসন আমাদের অসহযোগিতা করেছে; বরং বিপরীতভাবে বিরোধিতা করেছে, আমাদের কাজ বাস্তবায়ন করতে দেয়নি, প্রত্যেকটা কাজ আপনারা দেখেছেন। এমনকি ছোট ছোট সংস্কারের কাজ থেকে শুরু করে বড় বড় প্রকল্প, প্রত্যেকটা কাজে একটা চক্র, একটা বিশেষ গ্রুপ—সেটা শিক্ষকদের এবং কর্মচারীদের, তারা যৌথভাবে এই কাজগুলো যাতে বাস্তবায়ন করতে না পারি, সে চেষ্টা করেছে।
সে জায়গায় আমাদের ডাকসুর নির্বাচিত সদস্যরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তার পরও কাজ জারি রেখেছি।
তিনি বলেন, আমাদের কমন জায়গা ছিল—আমরা অ্যাডভোকেসি করি। যেমন মসজিদ সংস্কার; একটা গ্রুপ করতে চায়, তারা এসে করে দিচ্ছে, আমরা অ্যাক্সেস পয়েন্ট তৈরি করেছি। অথবা প্রশাসন বাস্তবায়ন করতে চায়, তারা সেটা করে। এর বাইরে আমরা সরাসরি কোনো কিছু করি না।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কোনো সদস্য করতে চাইলে তাকে আমরা বলি—এটা এভাবে না, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। কোথাও কোথাও শিক্ষার্থীদের প্রতি তাকিয়ে কোনো কোনো সদস্য, কোনো প্রতিনিধি যদি তাদের (প্রশাসন) সহযোগিতা না পেয়ে নিজে অ্যাকশনে নেমে যায়, সেটি যদিও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি করে থাকেন, এটা কাম্য নয়। এভাবে করা উচিত নয়। সংশ্লিষ্ট প্রশাসনই, সংশ্লিষ্ট অথরিটিই সেগুলো নিশ্চিত করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


