দীর্ঘ ২ বছর পর ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকা থেকে চার লাখ টাকা চুরির রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় হান্নান মিয়া নামে আন্তঃজেলা চোরচক্রের সদস্যকে গত ২৯ জুলাই ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তথ্যমতে, ২০২২ সালের ৯ নভেম্বর দুপুর ১টার দিকে ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকায় পূবালী ও জনতা ব্যাংক থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন শামছুল আলম (৬৫) নামে এক ব্যক্তি। জনতা ব্যাংকে লেনদেন শেষে ছোট বাজার লিমা প্রিন্টিং প্রেসের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার কাপড়ে কাদা ছিটিয়ে দেয়। এ সময় একজন তাকে জানায়, তার কাপড়ে ময়লা লেগেছে। তিনি টাকা ভর্তি ব্যাগ পাশে রেখে কাপড় পরিষ্কার করার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাগটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শামছুল আলম কোতোয়ালী থানায় একটি মামলা করেন।
কোতোয়ালী থানার পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিলে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এসআই (নিরস্ত্র) মোহাম্মদ বিল্লাল মিয়া তদন্ত শুরু করেন।
রহস্য উদ্ঘাটনে পিবিআইয়ের টিম ঘটনার তারিখ ও সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে চোরের চেহারা শনাক্ত করে। তথ্য-প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই ময়মনসিংহের আভিযানিক টিম মঙ্গলবার রাতে রাজধানীর নাজিম উদ্দিন রোডের চকবাজার থেকে হান্নান মিয়াকে গ্রেপ্তার করে।
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হান্নান ৪ লাখ টাকা চুরির ঘটনা স্বীকার করে। গত বুধবার আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন হান্নান। পিবিআই জানায়, হান্নান আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। সে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলায় একই কায়দায় চুরি করে থাকে। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।
ময়মনসিংহের পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, জনাকীর্ণ এলাকায় সংঘটিত হওয়ায় সিসিটিভির ফুটেজ দেখে প্রকৃত চোরকে শনাক্ত করা কঠিন ছিল। প্রায় দুই বছর ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি হান্নান মিয়াকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে এবং ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।