শরীরচর্চার পোশাক পরেই ঝড় তুললেন মালাইকা, তুমুল ভাইরাল ছবি

মালাইকা

বিনোদন ডেস্ক : মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, তিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে।

মালাইকা

অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভীষণভাবে অ্যাক্টিভ মালাইকা। প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়।

মালাইকা

নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। ৪৮ বছর বয়সেও তিনি রীতিমতো টেক্কা দেন বর্তমানের তরুণ অভিনেত্রীদের। তিনি যথেষ্ট স্টাইলিশ একজন অভিনেত্রী, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন, কিভাবে মিডিয়ার নজর নিজের উপর টিকিয়ে রাখতে হয়।

মালাইকা

তবে সম্প্রতি একেবারে ছিমছাম শরীরচর্চার পোশাকেই নিজের অগণিত ভক্তমহলকে মুগ্ধ করেছেন মালাইকা আরোরা। একেবারে উপযুক্ত জিম পোশাকে দেখা মিলেছে তার। কালো রঙের একটি স্পোর্টস ব্রা ও স্কিন টাইট প্যান্টে ছিলেন তিনি। এই পোশাকে অভিনেত্রীর শরীরের প্রতিটি ভাঁজ ছিল স্পষ্ট।

মালাইকা

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে গাড়ি থেকে নেমেই অভিনেত্রীকে নিজের বাড়িতে ঢুকে যেতে দেখা গিয়েছে। হাতে ফোন ও একটি জলের বোতল নিয়ে দৌড়ে পাপারাজিৎদের নজর থেকে দূরে চলে গিয়েছিলেন তিনি। খোলা চুলে, বিনা মেকাপে, ঠোঁটে হাসি বজায় ছিল তার। রেড কার্পেট হোক কিংবা জিম পোশাক সবেতেই ভক্তদের মন জয় করেন অভিনেত্রী। এক্ষেত্রেও অন্যথা হয়নি। আপাতত অভিনেত্রী নিজের এই ভাইরাল হওয়া ছবিগুলির সূত্র ধরেই চর্চার আলোয় উঠে এসেছেন।