ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন। কয়েক দিন আগে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে বিকিনি পরে ক্যামেরা বন্দি হন ৪৬ বছর বয়সি স্বস্তিকা। তারই কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন।

বিকিনিতে স্বস্তিকাকে দেখে তার ভক্ত-অনুরাগীরা প্রশংসা করছেন। অনেকে আক্রমণ করতেও ছাড়েনি। এসব ছবির ক্যাপশনে স্বস্তিকা তার ভাবনার কথাও প্রকাশ করেছেন।
স্বস্তিকা মুখার্জি বলেন, “যাপন করা একটি শরীর এটি। এই শরীর একটি সন্তান ধারণ করেছে, কাজ করেছে, যত্ন নিয়েছে, শোক, আনন্দ, রাজনীতি, প্রতিরোধ করেছে। সমাজ যখন শরীরটিকে অদৃশ্য হয়ে যেতে বলেছে, তখনো অবসর নেয়নি। একটি শরীর, যে এখনো জল, রোদ, স্পেস চায়। এতে করে কেউ যদি অস্বস্তি বোধ করেন, তবে ভালো।”
বয়স নয়, সমস্যা সংস্কৃতির। এ দাবি করে স্বস্তিকা মুখার্জি বলেন, “বয়স বাড়া সমস্যা না। সমস্যা হলো এমন এক সংস্কৃতির, যা সেই নারীদের ভয় পায়, যারা অনুমতি চাওয়া বন্ধ করে দিয়েছে। সমুদ্র আমাদের আরো সহনশীল করে তুলুক, আমাদের অধ্যবসায় শেখাক। জল আমাদের ধারণ করুক।”
১৩ ডিসেম্বর ৪৫ বছর পূর্ণ করেন স্বস্তিকা মুখার্জি। বিশেষ দিনে নিজেকে শুভেচ্ছা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “শুভ ৪৫তম জন্মদিন, আমার প্রিয়তম নারী। সেলুলাইটে ভরা উরু, রঞ্জক-যুক্ত ত্বক, বয়সের কারণে ত্রুটিপূর্ণ শরীর নিয়ে আনন্দিত। আমি তোমাকে ভালোবাসি।”
স্বস্তিকা মুখার্জি তার বক্তব্যের শেষাংশে নিজের শরীরকে ‘ত্রুটিযুক্ত’ বলে উল্লেখ করেছেন। এর সঙ্গে তার ভক্ত-অনুরাগীদের কেউ কেউ একমত নন। চৈত্রী ঘোষ হাজরা স্বস্তিকার পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, “ত্রুটিপূর্ণ? সৃষ্টিকর্তার সৃষ্টি কখনো ত্রুটিযুক্ত নয়। বরং বয়সের সঙ্গে সঙ্গে এটি পুষ্ট এবং সমৃদ্ধ হয়।”
১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। এ দম্পতির কন্যা অন্বেষা। বাবা-মায়ের পছন্দে বিয়েটি করেছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেন এই নায়িকা; মেয়েই এখন স্বস্তিকার বেস্ট ফ্রেন্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



