শরীর থেকে পোশাক খুলে ফেললেন শেহনাজ গিল

বিনোদন ডেস্ক : পর্দায় আবেদনময়ী উপস্থাপন কিংবা উষ্ণতা ছড়ানোর ক্ষেত্রে শেহনাজ গিলের নাম খুব একটা শোনা যায় না। তবে এবার আবেদনময়ী ছবি পোস্ট করেই তুমুল কটাক্ষের মুখে পড়লেন এই অভিনেত্রী। যদিও ছবিটি তার কিনা, সেটি নিশ্চিত নয়। ছবিতে দেখা যাচ্ছে খোলা চুল, উন্মুক্ত পিঠ দেখিয়ে পোশাক খোলার ভঙ্গিমায় একজন নারী।

শেহনাজ

এমনই একটি পোস্টার শেয়ার করেছেন শেহনাজ গিল। আর তারপর থেকেই তাকে তুমুল কটাক্ষের মুখে পড়তে হয়েছে। হচ্ছে তুমুল সমালোচনা। সম্প্রতি রিয়া কাপুর প্রযোজিত চলচ্চিত্র ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ হয়েছে।

সিনেমাটিতে রয়েছেন শেহনাজ গিল। যে পোস্টারটি তিনি শেয়ার করেছেন সেটি ওই সিনেমারই। পোস্টারে আবেদনময়ী ভঙ্গিতে যাকে দেখা যাচ্ছে, তার মুখ দেখা যাচ্ছে না। তাই ওই নারী আসলে শেহনাজ গিল কিনা সেটিও অজানা! কিন্তু কটাক্ষ থামার নয়।

শেহনাজ গিল

কেউ মন্তব্য করে লিখছেন, “শেহনাজকে এভাবে মানায় না।” কেউ বা লিখছেন, “তারকাখ্যাতি পাওয়ার আগেই খোলামেলা পোশাকে হাজির!” সিনেমাটির প্রধান চরিত্রে রয়েছেন ভূমি পেডনেকার। এ ছাড়াও রয়েছেন কুশা কাপিলা ও ডলি আলুওয়ালিয়া, অনীল কাপুর, করণ কুন্দ্রা সহ অনেকেই।

ছবিটি জুম করে দেখুন একটি শব্দ লুকিয়ে আছে খুঁজে বের করার চ্যালেঞ্জ নিন

এ বছরের এপ্রিলেই সালমন খানের হাত ধরে বলিউডে পা রাখেন শেহনাজ গিল। সিনেমার নাম ছিল ‘কিসি কি ভাই কিসি কি জান’। সিনেমাটি বক্স অফিসে হিট হয়নি কিন্তু শেহনাজের জন্য এটি ছিল নিঃসন্দেহে বড় সুযোগ। এই মুহূর্তে তার হাতে রয়েছে বেশ কয়েকটি কাজ। রয়েছে ব্র্যান্ডের প্রচারমূলক কাজও।