শরীর ভর্তি গয়নার সাথে বেনারসি শাড়িতে ঝড় তুললেন শ্রাবন্তী

শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : রাইমা সেন থেকে ইশা সাহা, এই সপ্তাহে একের পর এক হট লুকে নিজেদের সৌন্দর্য ফ্লন্ট করলেন। সবাইকেই দেখাচ্ছিল দুর্দান্ত। কিন্তু তাও সবাইকে টেক্কা দিলেন কে? সে জন্য দেখতে হবে সব লুক। রাইমা সেন থেকে ইশা সাহা, এই সপ্তাহে একের পর এক হট লুকে নিজেদের সৌন্দর্য ফ্লন্ট করলেন। সবাইকেই দেখাচ্ছিল দুর্দান্ত। কিন্তু তাও সবাইকে টেক্কা দিলেন কে? সে জন্য দেখতে হবে সব লুক।

শ্রাবন্তী

রা সপ্তাহে টলি নায়িকাদের সুন্দর কিছু লুক দেখলাম আমরা। প্রত্যেকেই ছিলেনর অসাধারণ। তাঁদের দিকে তাকিয়ে চোখ ফেরানোর যেন কোনও উপায় ছিল না। প্রত্যেককে এতটা সুন্দর লাগছিল যে, নতুন করে বলার কিছুই নেই। অসাধারণ সব লুকে ধরা দিলেন আমাদের বং বিউটিরা।

এমন কিছু আউটফিট আমরা দেখলাম, যার প্রশংসা না করে উপায় থাকে না। কখনও রাইমা সেন জামদানিতে তৈরি করলেন ফ্যাশন গোলস। আবার কখনও অভিনেত্রী ইশা সাহার ছকভাঙা স্টাইলিশ লুক ছিল দেখার মতোই। বেনারসিতে শ্রাবন্তীকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল।

সপ্তাহের পুরোটাই একাধিক সুন্দর লুক উপহার দিলেন অভিনেত্রীরা। একের পর এক অসাধারণ লুক দেখে মুগ্ধ হয়েছি আমরা। তাই গত সপ্তাহের সেরা কয়েকটি লুক আমরা আবার ফিরে দেখব। কিন্তু কোন অভিনেত্রীর লুক সবাইকে ছাপিয়ে গেল? সেটাও করব আলোচনা।

বেনারসির সাজে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ট্র্যাডিশনাল ভাবেই শাড়ি পরলেন। ফরেস্ট গ্রিন রঙের এই বেনারসি শাড়িটি ডিজাইন করেছে Shaanvi’s। ডিজাইনার হাউজের তরফে খুব নিপুণভাবে ডিজাইন করা হয়েছে শাড়িটি। শাড়িটি তাঁর স্কিন কমপ্লেকশনকে কমপ্লিমেন্ট দিচ্ছে।

২৫ বছর বয়সেই ২২ সন্তানের মা

সবুজ ও সোনালি রঙের মেলবন্ধনে মায়াবী এক ছোঁয়া দিয়েছে। কী অপূর্বই না লাগছে। এই শাড়ির সবুজ জমিনের উপর সোনালি জরির কাজ করা হয়েছে। অসাধারণ এই ডিজাইনিংয়ের আলাদা করে প্রশংসা করতেই হয়। ডিজাইনারের দেওয়া তথ্য় অনুযায়ী, এই শাড়ির দাম ৪২ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে মানানসই ব্লাউজ পরতে ভোলেননি অভিনেত্রী।