ধর্ম ডেস্ক : ইসলামের সব ধরনের আদেশ-নিষেধ মেনে চলা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। শরিয়তে কিছু জিনিস হালাল এবং কিছু জিনিস হারাম করা হয়েছে। পবিত্র কোরআনে এসেছে : ‘যারা প্রেরিত উম্মি নবীকে অনুসরণ করবে, যা তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলে তারা লিখিত পাবে। সে (উম্মি নবি) তাদের সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজ করতে নিষেধ করে, পবিত্র বস্তু তাদের জন্য হালাল করে, অপবিত্র বস্তু তাদের জন্য নিষিদ্ধ করে, তাদের থেকে গুরুভার সরিয়ে দেয় আর সেই শৃঙ্খল (হালাল-হারামের বানোয়াট বিধি-নিষেধ) যাতে ছিল তারা বন্দি। কাজেই যারা তার প্রতি ইমান আনে, তাকে সম্মান প্রদর্শন করে, সাহায্য-সহযোগিতা করে আর তার ওপর অবতীর্ণ আলোর অনুসরণ করে, তারাই হচ্ছে সফলকাম।’ (সুরা : আরাফ, আয়াত : ১৫৭)
নিম্নে কিছু অপবিত্র বস্তুর তালিকা উল্লেখ করা হলো—
১. কুকুর ও শূকরের উচ্ছিষ্ট, ২. রক্ত, ৩. সব ধরনের প্রাণীর মলমূত্র। তবে কোনো কোনো ফিকহবিদের মতে, বাদুড়ের প্রস্রাব পবিত্র (আল-আশবা ওয়ান নাজাইর), ৪. বীর্য, ৫. মানুষের বমি ও মলমূত্র, ৬. শূকরের গোশত ও তার দেহের সব কিছু, ৭. মদ, ৮. কুকুর, ৯. মল খায় এমন প্রাণী। ১০. গাইরুল্লাহর নামে জবাইকৃত পশুর গোশত ইত্যাদি। ইরশাদ হয়েছে, ‘তিনি তোমাদের ওপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শূকরের গোশত এবং সেই সব জীবজন্তু, যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়।’
(সুরা : বাকারাহ, আয়াত : ১৭৩)
কিছু পবিত্র বস্তু যেমন—১. শহীদের রক্ত তার নিজের জন্য পবিত্র, ২. পশু জবাই করার পর গোশতের সঙ্গে লেগে থাকা রক্ত, ৩. রগের সঙ্গে লেগে থাকা রক্ত, ৪. কলিজা ও তিল্লির রক্ত, ৫. রক্ত মানুষের শরীর থেকে বের হয়ে প্রবাহিত না হলে, ৬. ছারপোকার রক্ত, ৭. উকুনের রক্ত, ৮. মাছের রক্ত, ৯. পাখির বিষ্ঠা, ১০. মানুষের উচ্ছিষ্ট, ১১. হালাল প্রাণীর উচ্ছিষ্ট ১২. গাধা, খচ্চর, হিংস্র জন্তু ও শিকারি পাখির উচ্ছিষ্ট, যদি নাপাকি কিছু আহার করে না আসে, ১৩. বিড়ালের উচ্ছিষ্ট, যদি ইঁদুর খেয়ে না আসে।
অপবিত্র মনে হলেও কী কী জিনিস অপবিত্র নয় যেমন—
১. মশা, মাছি, ছারপোকা ও মাছের রক্ত।
২. মানুষের ঘাম।
৩. নাপাক দ্রব্য থেকে উত্থিত বাষ্প।
৫. ঘুমন্ত ব্যক্তির মুখের লালা।
৬. হালাল পাখির পচা ডিম।
৭. উঠানে মাড়া দেওয়ার সময় গরু-মহিষের পেশাব করা শস্য।
৮. মাইয়্যেত গোসল দেওয়ার সময় গোসলকারীর গায়ে ছিটা লাগা অল্প পরিমাণ ছিটাফোঁটা পানি।
৯. সুচের মাথা পরিমাণ অল্প নাপাকি ।
১০. রাস্তাঘাটের প্রবহমান কাদাপানি।
হাদি-উল-ইসলাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।