জুমবাংলা ডেস্ক : শরীয়তপুর সদর উপজেলার পৌরসভার ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শিশু আরিয়ানুজ্জামান। মারাত্মক আহত অবস্থায় আরিয়ানকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকগণ জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। সেখানেও তার জীবন এখন সংকটাপন্ন।
এ দুর্ঘটনার সঠিক বিচার চেয়ে রবিবার (১ ডিসেম্বর) শরীয়তপুর আদালতে কর্তব্য অবহেলার দায়ে একটি মামলা দায়ের করেন আরিয়ানের বাবা সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ।
মামলা ও পরিবারসুত্রে জানা যায়, শরীয়তপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব পালং গ্রামের রোকনুজ্জামান পারভেজ ঢালির ৫ বছরের শিশু সন্তান আরিয়ানুজ্জামান। গত ২৯ শে সেপ্টেম্বর বাড়ির পাশে মাঠে খেলা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে গেছে শিশুটির এক পায়ের পুরু অংশ। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন শিশু আরিয়ান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘ এক বছর যাবত বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিড়ে পরে থাকলেও কোন ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ বিভাগ। স্থানীয়রা বারবার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবগত করলেও আমলে নেননি তারা। ওজোপাডিকো’র দায়িত্ব অবহেলার অভিযোগ এনে শরীয়তপুর দায়রা ও জজ আদালতে মামলা করেন আহত শিশুর বাবা সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ।
পরিবারের অভিযোগ, গত ২৯ সেপ্টেম্বর শরীয়তপুর পৌর এলাকার পূর্ব পালং গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় আরিয়ান। বাড়ির পাশে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে শিশু আরিয়ান জামান। দীর্ঘদিন ধরেই তার ছিঁড়ে পড়ে আছে এমন অভিযোগ করলেও কর্তৃপক্ষ কান দেয়নি।
৫ বছরের ছোট্ট শিশু আরিয়ান। বার্ন ইনস্টিটিউটের বিছানায় শুয়ে কাতরাচ্ছে। যুদ্ধ চলছে জীবন-মৃত্যুর। শঙ্কায় আছে আরিয়ানের বাবা-মা।
আরিয়ানের বাবা রোকনুজ্জামান পারভেজ জানান, ওজোপাডিকো দায়িত্ব অবহেলার কারনে তার সন্তান বিদ্যুৎস্পৃষ্ট। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তারা আমাদের কোন খোজঁখবর রাখেনি। আমার সন্তান এখন জীবন-মৃত্যুর শঙ্কায় আছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
স্থানীয়দের অভিযোগ বছরখানেক ধরেই বিদ্যুৎ ফিডার লাইনটি ছিঁড়ে পড়ে ছিল। এলাকাবাসী নিয়ে তারা একাধিকবার মৌখিক অভিযোগ করলেও কোনো উদ্যোগ নেয়নি বিদ্যুৎ অফিস।
শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ড দাসত্বা গ্রামে সালাউদ্দিন রুপম জানান, আমাদের এলাকায় বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনার মাধ্যমে বাশের খুঁটিতে টানা হয়েছে ঝুঁকিপূর্ণ সঞ্চালন লাইন। যা থেকে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আমাদের দাবি দ্রুত ঝুঁকিপূর্ণ লাইন অপসারণ করে ঝুকিমুক্ত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার।
ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন অবশ্য অস্বীকার করেছে আরিয়ানের পরিবারের অভিযোগ পাওয়ার কথা। আর ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার নিয়েও মেলেনি কোনো সদুত্তর।
বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মহড়া
উপসহকারি প্রকৌশলীর মো. এনায়েত হোসেনের দাবি বিদ্যুতের তার পড়ে থাকার বিষয়টি তাদের জানা ছিলো না।
ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন শরীয়তপুরের সহকারি প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন মামলার বিষয় জানতে চাইলে তিনি জানান, আমি নতুন এসেছে। আর আগের ঘটনা তেমন কিছু জানি না। আমরা শিশু আরিয়ানের বাবার সাথে কথা বলার চেষ্টা করছি। শুনতে পেয়েছি আরিয়ানের বাবা একটি মামলা করেছে। যে সব লাইনগুলো ঝুঁকি আছে, সেগুলো আমরা দ্রুত ঝুঁকিমুক্ত করে, লাইন সঞ্চালন করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।