শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের দুলারচর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও বিএনপির চার নেতাকে জুয়ার আসর থেকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) সখিপুর থানা পুলিশের এই অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাও জব্দ করা হয়েছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— কাচিকাটা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফি দেওয়ান (৫৩) ও দাদন দেওয়ান (৫০), বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জিতু মল্লিক (৫০) এবং ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সরকার (৪৮)। তারা এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের আড়ালে গোপনে জুয়া পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি পুলিশের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলারচর এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মিতভাবে জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতেন না।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালায় সখিপুর থানা পুলিশ। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয় এবং পরে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করা হয়। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দিনের বেলায় রাজনৈতিক নেতা আর রাত হলেই তাসের আড্ডায় মেতে উঠতেন অভিযুক্তরা।
দুলারচর এলাকার মুদি দোকানি লিয়াকত আলী বলেন, প্রতিদিন রাতে বাজারে জুয়ার আসর বসত। বহুবার নিষেধ করেছি, কেউ শোনেনি। তারা রাজনীতির ছায়ায় সবকিছু করত। এখন যাদের ধরা হয়েছে তারা এলাকায় ‘নেতা’ হলেও সবাই জানে—ওরাই এই জুয়ার বোর্ড চালাত। আমরা চাই, দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
স্থানীয় আরেক বাসিন্দা আবির হাসান বলেন, এরা দিনের বেলায় রাজনীতির নামে প্রভাব দেখায়, আর রাতে সমাজ নষ্ট করে। এখন অন্তত পুলিশ ব্যবস্থা নিয়েছে। আমাদের দাবি—পুরো এলাকা থেকে জুয়ার আসর তুলে দেওয়া হোক।
এ বিষয়ে কাচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াল্লেম বেপারি বলেন, জিতু মল্লিক ও আল আমিন আমাদের দলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে জুয়ার মতো অপরাধে জড়িত থাকলে সংগঠন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা থানা কমিটির সঙ্গে আলোচনা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেব।
সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।