মা-ইলিশ রক্ষায় শরীয়তপুরের গোসাইরহাটে যৌথ অভিযানে ৪৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। এসব মাছ স্থানীয়দের উপস্থিতিতে ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় তিনটি ট্রলার জব্দ করা হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ সামুদ্রিক মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ।
মা-ইলিশ রক্ষায় গোসাইরহাটে শনিবার (১১ অক্টোবর) সকালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মেঘনা নদী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, মা-ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন শনিবার সকাল ৬টার দিকে কোদালপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মেঘনা শাখা নদী থেকে তিনটি ট্রলারযোগে ইলিশ পরিবহণ করার সময় তাদের গতিরোধ করে। এ সময় মাছের ট্রলার রেখে লোকজন পালিয়ে যায়। পরে আমরা মাছসহ ট্রলার জব্দ করি।
তিনি জানান, আগামীতেও চলবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ সামুদ্রিক মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।