জুমবাংলা ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার উৎপাদনে বিপ্লব ঘটাতে চায়। এ লক্ষ্যে চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে।
যাতে করে বাংলাদেশ একটা উদীয়মান উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা দ্রুত বাড়ানোর প্রচেষ্টা চলছে। তাদের সক্ষমতা বাড়লে উৎপাদনে গতিশীলতা আসবে।
রোববার (১৬ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
‘কাঁড়ি কাঁড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব’, দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।