সরকারের সহায়তায় দল গঠন করলে দেশের মানুষ পিঠের চামড়া রাখবে না: হারুনুর রশীদ

দল গঠন

জুমবাংলা ডেস্ক : সরকারের সহায়তায় দল গঠন করলে মানুষ পিঠের চামড়া রাখবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশীদ।

দল গঠন

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জয়পুরহাট জেলা বিএনপির আয়োজনে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

হারুনুর রশীদ বলেন, ‘আমরা ধৈর্য ধারণ করে আছি। আপনার প্রথম দায়িত্ব, বাংলাদেশকে দ্রুত সম্ভব গণতান্ত্রিক যাত্রা পথে নিয়ে যাওয়ার। ক্ষমতায় থেকে যে বিতর্ক জন্ম দিয়েছেন, ছাত্রদেরকে নিয়ে নতুন দল করার পাঁয়তারা করছেন আপনার উপদেষ্টা পরিষদের সদস্যরা, এটি জনগণ কোনভাবে মেনে নেবে না। কোনভাবে গ্রহণ করবে না। কোনো অবস্থাতে সরকারের ছত্রছায়ায়, যদি সরকারের সহায়তা নিয়ে দল গঠন করতে চান তাহলে বাংলাদেশের মানুষ পিঠের চামড়া রাখবে না।

তিনি বলেন, ‘আপনি ৮ আগস্টের পরে ক্ষমতায় এসেছেন, আমরা আপনাকে সহযোগিতা করছি। আপনার প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক যাত্রা পথে নিয়ে যাওয়া। এর বিকল্প অন্য কোনো পথ যদি ধরেন, তাহলে জনগণ আপনাকে ছাড় দেবে না। যে বিতর্ক আপনি ইতিমধ্যে জন্ম দিয়েছেন, ক্ষমতায় আসার ছয় মাস পরে আপনি কেন আয়না ঘর পরিদর্শনে গেলেন? আলামত কে নষ্ট করল? যাঁরা আয়না ঘর তৈরি করে এ দেশের নিরীহ, নিরপরাধ মানুষকে জুলুম করেছে, হত্যা করেছে ওই আয়না ঘরে নিয়ে; তাদের কেন গ্রেপ্তার করা হলো না, আপনাকে সে জবাব দিতে হবে।’

আওয়ামী লীগ প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, শেখ মুজিবুর রহমান যে আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন, আজ শেখ হাসিনা সে নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছে—এই নৌকা আর বাংলাদেশে জাগ্রত হবে না। শেখ মুজিব আর শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার পরে ক্ষমতায় এসে রক্ষীবাহিনী গঠন করে বাংলাদেশের নিরীহ, নিরপরাধ মানুষকে হত্যা ও গুম করে বিচারবহির্ভূত শাসনব্যবস্থা কায়েম করেছিল। ভোট চুরির মধ্য দিয়ে সংসদ গঠন করেছিল। বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছিল। তার কন্যা দীর্ঘদিন পর ক্ষমতায় এসে, চক্রান্ত ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঠিক একই পথে হেঁটেছিল। শেখ হাসিনার শাসন আমলে এ দেশের সব শ্রেণির মানুষ জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছিল। আল্লাহ জুলুমকারীকে ছেড়ে দেন না, ধ্বংস করেন। শেখ হাসিনা চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে পলায়ন করেছে।’

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোড ম্যাপের ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে জয়পুরহাটে এ সমাবেশের আয়োজন করে বিএনপি।

চীনে নতুন করোনা ভাইরাসের সন্ধান, ছড়িয়ে পড়ার আশঙ্কা

জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।