সরকারি অনুদানের ৭ সিনেমায় ফেরদৌস

ফেরদৌস

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। নব্বই দশক থেকে নিয়মিত কাজ করছেন। সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চার-চারবার। এর মধ্যে সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করে পেয়েছেন দুইবার। সিনেমা দুটি হলো সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘গঙ্গাযাত্রা’ এবং সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’।

ফেরদৌস

মুক্তির তালিকায় রয়েছে ফেরদৌস অভিনীত সরকারি অনুদানের সাত সিনেমা। কয়েকটির কাজ শেষ, কয়েকটির কাজ প্রায় শেষের দিকে। সিনেমাগুলো হচ্ছে আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’, হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’, জেড এইচ মিন্টুর ‘ক্ষমা নেই’, মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’, শুদ্ধমান চৈতন্যর ‘দামপাড়া’, নূরে আলমের ‘রাসেলের জন্য অপেক্ষা’ ও শাহীনের ‘মাইক’।

ফেরদৌস বলেন, ‘অনেক যাচাই-বাছাই করে অনুদানের জন্য সিনেমা নির্বাচন করা হয়। তাই সরকারি অনুদানের সিনেমাগুলোর গল্প ভালো থাকে, ঘটনা বা বিষয় ভালো থাকে। সবাই নিজ নিজ দায়িত্বে যথাসময়ে কাজ শেষ করতে পারলে সিনেমা মুক্তির এই জট তৈরি হতো না। এখন তো অনুদানের পরিমাণও বেড়েছে। সেই ক্ষেত্রে নির্মাতাদের উচিত নিষ্ঠার সঙ্গে দ্রুত সিনেমা নির্মাণ করে মুক্তির ব্যবস্থা করা। তাহলে দর্শকেরাও ভালো ভালো সিনেমা উপভোগ করতে পারবেন।’

লিচু নিয়ে হাঁকডাক

ফেরদৌস অভিনীত অনুদানের সিনেমাগুলোর বেশির ভাগই মুক্তিযুদ্ধ নিয়ে। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘অনুদানের সিনেমায় নিজেকে ভাঙার অনেক সুযোগ থাকে। মুক্তিযুদ্ধভিত্তিক অনেক সিনেমায় অভিনয় করেছি। আমার কাছে মনে হয়েছে, এসব সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানানো যায়। তা ছাড়া, আগামী প্রজন্মের জন্য এসব সিনেমা প্রামাণ্য দলিল হয়ে থাকবে।’