বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : একে এলিয়েনের সঙ্গেই তুলনা করছেন বিজ্ঞানীরা। এমন এক চমৎকার যে এই সৌরমণ্ডলের খুব কাছেই দেখা যাবে এমন আশা বিজ্ঞানীরা করেননি।
আশাতীত দৃশ্য দেখলেন বিজ্ঞানীরা। আর তা দেখা গেল বিজ্ঞানের কল্যাণেই। নেপথ্যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই অতি শক্তিশালী টেলিস্কোপের ওয়েব মিড-ইনফ্রারেড ইন্সট্রুমেন্ট একটি অভিনব দৃশ্য ক্যামেরাবন্দি করেছে। যা মহাকাশ বিজ্ঞানীদের কাছে এক যুগান্তকারী প্রাপ্তি।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সৌরমণ্ডলের খুব কাছে থাকা একটি নক্ষত্র ফোমালহট-এর চারধার জুড়ে এক গরম ধুলোর বলয় ক্যামেরাবন্দি করেছে। যাকে এলিয়েন গ্রহাণু বলে ব্যাখ্যা করা হচ্ছে।
সৌরমণ্ডলে যে ধরনের গ্রহাণুর দেখা পাওয়া যায় এই গ্রহাণু বলয় তার চেয়ে আলাদা। কারণ সাধারণ গ্রহাণুর চেয়ে এই বলয়ের গ্রহাণুর চরিত্র অনেকটাই ভিন্ন। এই বলয় ফোমালহট নক্ষত্রের চারপাশে বলা হলেও তা রয়েছে নক্ষত্রটি থেকে ২৩ বিলিয়ন কিলোমিটার দূরে।
এই দূরত্ব বজায় রেখে বলয়টি ফোমালহটের চারধারে গোল হয়ে রয়েছে। এই গ্রহাণুগুলি অনেক সংঘর্ষের ফল। সংঘর্ষের জেরে ভেঙে ভেঙে টুকরো হওয়া অংশ গ্রহাণুর আকার নিয়ে ওই বলয় তৈরি করেছে।
প্রসঙ্গত দক্ষিণ আকাশে যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি রাতের আকাশে খালি চোখেই দেখা যায় সেটিই ফোমালহট। তবে মহাকাশ বিজ্ঞানীরা নক্ষত্রটির বলয়ের দেখা পেলেও সেখানে ফোমালহটের গ্রহগুলির দেখা পাননি।
বিজ্ঞানীরা আরও ভাল ছবি পেলে সেগুলি দেখতে পাবেন বলে মনে করছেন। কারণ এই বাইরের সৌরমণ্ডল কিন্তু সূর্যের সৌরমণ্ডলের মতই চরিত্রের।
প্রসঙ্গত বলয়টির কথা আগে জানা গেলেও এই প্রথম বলয়টির গ্রহাণুগুলিকে দেখতে পেলেন বিজ্ঞানীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।