স্মরণকালের সর্বোচ্চ দামে বিটকয়েন

বিটকয়েন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। এতে স্মরণকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে ভার্চুয়াল মুদ্রাটি। সোমবার বিটকয়েনের দাম সর্বকালের সর্বোচ্চ ৭২ হাজার ডলার ছাড়িয়ে গেছে।

বিটকয়েন

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন এক পর্যায়ে বিটকয়েনের দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে উঠে ৭২ হাজার ৭৩৯ ডলারে। পরে অবশ্য তা নেমে আসে ৭২ হাজার ৬৪৯ ডলারে।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলছে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগের অনুমোদনের পর থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্রিপ্টোকারেন্সির চাহিদা বাড়ছে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাবে। ফলে বিনিয়োগকারীরা বিটকয়েনের দিকে ঝুঁকছেন। এসব কারণে বাড়ছে বিটকয়েনের দাম।

গত ৫ মার্চ ভার্চুয়াল এ মুদ্রাটির দর উঠে যায় ৬৮ হাজার ৬০০ ডলারে, যা ছিল বিগত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

বাড়ির আঙ্গিনায় বা ছাদে বস্তায় আদা চাষ পদ্ধতি

২০২১ সালের নভেম্বরে বিশ্ববাজারে বিটকয়েনের দাম সর্বকালের সর্বোচ্চ ৬৮ হাজার ৯৯৯ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছিল।