বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আর্থিক জালিয়াতির মামলায় বার বার তাকে কোর্টের দারস্থ হতে হয়। তাই তার ভারতের বাহিরে যাওয়া নিষিদ্ধ ছিলো। তবে তাকে আমেরিকার সান ফ্রান্সিসকোতে যাওয়ার অনুমতি দিল দিল্লি পাতিয়ালা হাউজ কোর্ট। শনিবার তিনি এই ছাড়পত্র পান। জ্যাকুলিন তার কোম্পানি শো ব্লাস্ট এলএলসির প্রচারের জন্য আমেরিকায় যাবেন।
২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় নাম জড়িয়েছে জ্যাকুলিনের। অভিনেত্রী ছাড়াও এই মামলায় অন্যতম অভিযুক্ত হলেন সুকেশ চন্দ্রশেখর। এতদিন এই মামলায় আমেরিকায় যাওয়ার অনুমতি পাননি তিনি। গত শনিবার দিল্লি কোর্টের বিশেষ জজ শৈলেন্দ্র মালিক আগামী ৭ অগস্ট থেকে সান ফ্রান্সিসকোতে নিজের কোম্পানি ব্লাস্ট এলএলসির প্রচারের জন্য যাওয়ার অনুমতি দিলেন। তবে যতই তাকে কোর্ট আমেরিকা যাওয়ার অনুমতি দিক বিশেষ জাজ এও জানান যে ধরনের প্রচারমূলক অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমেও করা যায়।
একই সঙ্গে দিল্লি কোর্ট তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেও, তা কিন্তু একাধিক শর্ত দেয়া হয়েছে। জানানো হয়েছে ১ কোটির ফিক্সড ডিপোজিটের রিসিট জমা দিতে হবে অভিনেত্রীকে। একই সঙ্গে কোর্টকে তাকে তার আমেরিকা ভ্রমণের সমস্ত বৃত্তান্ত দিয়ে যেতে হবে। অর্থাৎ জ্যাকুলিন আমেরিকায় গিয়ে কবে কোথায় যাবেন, থাকবেন সবটাই কোর্টকে জানাতে হবে।
অভিনেত্রী ১০-২০ অগস্ট সেখানে এই প্রচারের কাজের জন্য যাবেন। তাই তিনি কোর্টের কাছে আবেদন করেন যেন সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাকে। সেই অনুমতি মঞ্জুর করলে একই সঙ্গে এদিন দিল্লি কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে আমেরিকান এম্ব্যাসি আবেদনকারীর কেসটা বিচার বিবেচনা করে দেখবে। কোর্ট এই বিষয়ে কিছুই করবে না। আমেরিকার এই কোম্পানি এবার বিচার করবে যে এই ধরনের প্রচারমূলক কাজ করার জন্য সেখানে জ্যাকলিনকে যেতে হবে নাকি সেটা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সম্ভব। সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।