স্বস্তিকার প্রথম প্রেম জিৎ

jit sostika

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন।

jit sostika

ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা মুখার্জি। তার প্রেমিকদের তালিকাও বেশ দীর্ঘ! ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা হলেও প্রথম প্রেমিকের পরিচয় কখনো জানাননি ‘মাস্তান’খ্যাত এই নায়িকা। এবার যেন সব সংশয় উড়িয়ে প্রথম প্রেমিকের নাম জানালেন স্বস্তিকা। আর সে অন্য কেউ নন, তার সিনেমারই নায়ক জিৎ।

৩০ নভেম্বর ছিল জিতের জন্মদিন। এদিন দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জিতকে শুভেচ্ছা জানান স্বস্তিকা। আর সেখানে জিৎকে প্রথম প্রেমিক হিসেবে উল্লেখ করেন ‘জাতীস্মর’ অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন এই নায়িকা।

স্বস্তিকা মুখার্জি তার ফেসবুক পোস্টে লেখেন, “জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল/আছে। ১২টা বেজে গেল। কিন্তু হিন্দুমতে সূর্যোদয় অব্দি সময় থাকে। সূর্যোদয় না হওয়া অব্দি আজ ৩০ নভেম্বর। শুভ জন্মদিন প্রেম! সব যায়, স্মৃতিটুকু রয়ে যায়।”

জিতের প্রতি স্বস্তিকার প্রেম এখনো অমলিন। এ তথ্য উল্লেখ করে স্বস্তিকা মুখার্জি বলেন, “যত বয়স বাড়ছে, তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে। অন্যজনেরা মনে রাখছে না, সেটা জরুরি নয়। নিজের মনে রইলেই হলো। মন সব রেখে দেয়। আমিও তাই মনে রেখে দিলাম।”

১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। বাবা-মায়ের পছন্দে এ বিয়ে করেছিলেন তিনি। কিন্তু দুই বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। ২০০০ সালে দুধের শিশু অন্বেষাকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। একই বছর বিয়েবিচ্ছেদের মামলা করেন তিনি। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেছেন এই নায়িকা। কিন্তু কাগজে-কলমে বিবাহবিচ্ছেদ ঘটেনি স্বস্তিকা-প্রমিতের।

প্রথম সংসার ভাঙার পর ২০০৩ সালে ‘হেমন্তের পাখি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন স্বস্তিকা মুখার্জি। ২০০৪ সালে ‘মাস্তান’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি। এ সিনেমার নায়ক ছিলেন জিৎ। এ সিনেমার শুটিং সেটেই জিতের সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের সূচনা। এরপর টলিউডের পার্টি থেকে সিনেমার প্রিমিয়ার— সব জায়গায় একসঙ্গে দেখা যেত তাদের।

২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত একসঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন জিৎ-স্বস্তিকা। এ তালিকায় রয়েছে— ‘মাস্তান’, ‘ক্রান্তি’, ‘সাথীহারা’, ‘প্রিয়তমা’, ‘পার্টনার’, ‘পিতৃভূমি’, ‘কৃষ্ণকান্তের উইল’ প্রভৃতি। এরপর তাদের সম্পর্ক ভেঙে যায়। কী কারণে তাদের প্রেম ভেঙেছিল তা নিয়ে নানা গুঞ্জন শোনা যায়।

কেউ বলেন, “স্বস্তিকার বিবাহিত তকমা এবং এক সন্তানের মা হওয়াই নাকি কাল হয় এই সম্পর্কে।” আবার কেউ বলেন, “জিৎ-স্বস্তিকার মাঝে ঢুকে পড়েছিলেন কোয়েল মল্লিক!” অনেকে বলেন, “ক্যারিয়ার ছেড়ে জিতের সঙ্গে ঘর বাঁধতে রাজি হননি স্বস্তিকা।”

পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে রান্নাঘর ও বাথরুম পরিষ্কারের শাস্তি!

স্বস্তিকা মুখার্জির সঙ্গে ব্রেকআপের কয়েক বছর পর অর্থাৎ ২০১১ সালে মোহনা মাদনানিকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয়ে কন্যা সন্তান। গত বছরের অক্টোবরে পুত্র সন্তানের বাবা হন এই নায়ক। তবে স্বস্তিকা এখনো একা জীবনযাপন করছেন।