আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালে ভর্তি অসুস্থ স্ত্রী। তাকে দেখে বাসায় ফিরছিলেন পুরুষোত্তম পুত্তেওয়ার। তবে বাসায় ফেরার পথে ৮২ বছর বয়সী এই বৃদ্ধকে চাপা দিয়ে একটি গাড়ি পালিয়ে যায়। এতে তিনি মারা যান। তবে তার মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। তার ৩০০ কোটি রুপি মূল্যের সম্পত্তির জন্য তারই পুত্রবধূ লোক ভাড়া করে তাকে গাড়িচাপায় খুন করিয়েছেন।
ভয়ংকর এই ঘটনা ঘটেছে ভারতের নাগপুরে। এই ঘটনায় গত সপ্তাহে অভিযুক্ত অর্চনা মনীশ পুত্তেওয়ারকে আটক করেছে পুলিশ। তিনি নগর পরিকল্পানা বিভাগের সহকারী পরিচালক। বুধবার (১২ মে) ভারতীয় পুলিশের বরাতে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, অভিযুক্ত অর্চনা শ্বশুর পুরুষোত্তমকে হত্যার জন্য লোক ভাড়া করেন। তাদের পেছনে তিনি এক কোটি রুপি খরচ করেছেন। তিনি তার শ্বশুরকে চাপা দিতে একটি ব্যবহৃত গাড়ি কেনার জন্য ভাড়াটে খুনিদের অর্থ দেন। শ্বশুর হত্যার এই ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দিতে তিনি এই কৌশল অবলম্বন করেন। মূলত শ্বশুরের ৩০০ কোটি রুপির সম্পত্তি দখলে নিতেই তিনি এই কাজ করেছেন।
সকালে স্ট্যাটাস পুত্র সন্তানের মা হওয়ার, রাতেই প্রাণ গেল নাজমিনের
তিনি আরও জানান, ৫৩ বছর বয়সী ওই নারী তার স্বামীর গাড়িচালক বাগদে এবং অন্য দুই অভিযুক্ত নিরজ নিমজে ও শচীন ধর্মিকের সঙ্গে মিলে হত্যার এই ষড়যন্ত্র করেন। পুলিশ তাদের বিরুদ্ধে আইপিসি ও মোটরযান আইনের অধীনে হত্যা ও অন্যান্য ধারায় মামলা দায়ের করেছে। এই ঘটনায় দুটি গাড়ি, স্বর্ণালংকার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।