জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের সালথায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ভিক্ষুকদের মাঝে সালথা থানা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার থানা চত্বরে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে প্রত্যেক ভিক্ষুকের হাতে চাল, ডাল, দুধ, চিনি, সেমাই, ছোলা, তেল, মুড়ি, লবণ ও খেজুরের একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান, এসআই শফিকুল ইসলাম, এসআই আবু রায়হান, এসআই কবিরুল হক, এসআই সুমন খান, এসআই নাজমুল হাসান, এএসআই মনিরুল ইসলাম প্রমুখ।
সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সালথা থানা পুলিশের পক্ষ থেকে শতাধিক সুবিধাবঞ্চিত ভিক্ষুকের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রমজান মাসে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।