বিনোদন ডেস্ক : হৃদ্রোগ ও কিডনিজনিত নানা জটিলতায় গত ৩ জুলাই রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমদ।
আফতাব আহমেদ ২০১৯ সালে হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানকে বিয়ে করেন। আফতাব আহমদের মৃত্যুতে নুহাশ হুমায়ূন (গুলতেকিন খানের প্রথম ঘরের সন্তান) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন।
তিনি আরও লেখেন, “আফতাব চাচা এবং আমার মা চার বছরেরও বেশি সময় ধরে বিবাহিত ছিলেন। তবে তাকে ‘সৎবাবা’ বললে আমাদের মধ্যকার সম্পর্ক স্পষ্ট হবে না। তিনি ছিলেন আমার কাছে পরিবার, একজন প্রিয় বন্ধু এবং একইসঙ্গে আমার সৃষ্টিশীল কাজের একজন সহযোগী। তিনি ছিলেন আমার প্রথম টেলিভিশন কাজের গীতিকার এবং আমার সাম্প্রতিক ‘ষ’-এর সহ-লেখক।”
নুহাশ আরও লেখেন, “গত কয়েক মাসে আমি হাসপাতালের অনেক ফরম পূরণ করেছি। সেখানে সম্পর্কের জায়গায় আমি ‘ছেলে’ লিখেছি। সেটি কেবলই সরাসরি হৃদয় থেকে লিখেছি। তিনি একজন কবি, পারিবারিক মানুষ, ব্যক্তি ও পেশাজীবনে নানা ভূমিকা পালন করেছেন।”
‘ইউএনডিপির তার একজন সহকর্মী তার পরিচয় উপস্থাপন করেছেন এভাবে: সৎ, বিচক্ষণ, কথায় রসিকতার ছোঁয়া এবং কবিতা ও জীবন উভয় ক্ষেত্রে বাঙালি রোমান্টিকতার ছোঁয়া একজন শেকসপিয়ারীয়। তার জন্য সবাই প্রার্থনা করবেন। তার শুভাকাঙ্ক্ষী, পরিবার এবং ছেলে আবরারকে ভালোবাসা জানাই।’
উল্লেখ্য, কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী ছিলেন গুলতেকিন খান। ১৯৭৩ সালে বিয়ে করেছিলেন তারা। দীর্ঘ ৩২ বছর সংসারের পর বিবাহবিচ্ছেদ হয় এ দম্পতির। তাদের সংসারের চার সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ ও ছেলে নুহাশ হুমায়ূন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।