স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক ডিফেন্ডার দানি আলভেস যৌ..ন নিগ্রহে অভিযোগে সাজার মুখে রয়েছেন। পাশাপাশি স্ত্রী দিনোরাহ সান্তানার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলার জন্য তার সব সম্পত্তি আপাতত বাজেয়াপ্ত করে রাখা হয়েছে। তাই বার্সেলোনার সাবেক তারকা ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। এমন পরিস্থিতিতে সাবেক সতীর্থ ও বন্ধু নেইমারের কাছে সাহায্য চেয়েছিলেন আলভেস। তার আবেদনে সাড়াও দিয়েছেন নেইমার। ১ লাখ ৫০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা) পাঠালেন আল হিলাল তারকা।
বর্তমানে বার্সেলোনায় আছেন আলভেস। তবে তার শহর ছাড়ার অনুমতি নেই। এমনকি তিনি মামলার খরচও চালাতে পারছেন না। সম্পত্তি বাজেয়াপ্ত থাকায় আদালতের নির্দেশ মতো অভিযোগকারী তরুণীকে ক্ষতিপূরণের টাকা দিতে পারছেন না তিনি। ক্ষতিপূরণ দিতে না পারলে কড়া সাজা হতে পারে তার। তবে এবার নেইমারের পাঠানো টাকা কিছুটা স্বস্তি দিতে পারে বার্সেলোনার সাবেক ডিফেন্ডারকে।
যদিও এই প্রথম নয়, নেইমার আগেও আলভেসকে সাহায্য করেছেন। তার হয়ে আইনি লড়াই চালানোর জন্য নিজের বাবার সংস্থার এক প্রবীণ আইনজীবীকে নিযুক্ত করেছিলেন।
এদিকে সান্তানা আলভেসের বিরুদ্ধে আদালতে ভরণপোষণের খরচ না দেওয়ার অভিযোগ করেছেন। দুই মামলায় জর্জরিত বন্ধুর পাশে আরও এক বার দাঁড়ালেন নেইমার। তবু আলভেসের কঠোর শাস্তি হতে পারে।
আগামী ৫ থেকে ৭ফেব্রুয়ারি যৌ..ন নিগ্রহের মামলার শুনানি রয়েছে। দোষী প্রমাণিত হলে আলভেসের চার থেকে ১৫ বছরের জেল হতে পারে। আদালতের নির্দেশ মতো আলভেস ১ লাখ ৫০ হাজার ইউরো দিতে পারলে কিছুটা কম শাস্তি হবে তার।
সূত্রের খবর, সে ক্ষেত্রে তরুণীর আইনজীবী আলভেসের নয় বছরের কারাবাসের জন্য সওয়াল করবেন। নেইমার বন্ধুকে সেই অর্থ দিয়েই সাহায্য করেছেন।
এর আগে ২৩ বছরের এক তরুণী আলভেসের বিরুদ্ধে যৌ..ন নিগ্রহের অবিযোগ করেছিলেন। তার অভিযোগ ছিল বার্সেলোনার এক নৈশ ক্লাবে ২০২১ সালের ডিসেম্বরে আলভেস তাকে নিগ্রহ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।