বিনোদন ডেস্ক : গত ৮ মার্চ মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমাটি। চলতি বছরে এটি তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। এতে শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তারা।
লাভ রঞ্জন পরিচালিত এ সিনেমা দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ভালো আয় করে এটি। তবে দ্বিতীয় দিনে সেই ধারাবাহিকতা বজায় রাখতে না পারলেও এখন ছন্দ ফিরে পেয়েছে এটি। মুক্তির পঞ্চম দিনে বিশ্বব্যাপী শত কোটির বেশি আয় করেছে সিনেমাটি।
বলি মুভি রিভিউ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করে ১৫.৭৩ কোটি রুপি, দ্বিতীয় দিনে ১০.৩৪ কোটি রুপি, তৃতীয় দিনে ১০.৫২ কোটি রুপি, চতুর্থ দিনে ১৬.৫৭ কোটি রুপি ও পঞ্চম দিনে ১৭.০৮ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৭০.২৪ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ১০৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৩৩ কোটি টাকার বেশি।
রণবীর-শ্রদ্ধা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— বনি কাপুর, ডিম্পল কাপাডিয়া, অনুভব সিং, মনিকা চৌধুরী প্রমুখ। সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান ও নুসরাত ভারুচা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।