Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home শত গুঞ্জনেও চুপ পরিণীতি চোপড়া
    বিনোদন

    শত গুঞ্জনেও চুপ পরিণীতি চোপড়া

    Shamim RezaMarch 31, 20235 Mins Read
    Advertisement

    বিনোদন ডেস্ক : পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডার সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। বলিউডে টক অফ দ্য টাউন হয়ে উঠেছেন তারা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন দু’জন। সরাসরি এ নিয়ে অভিনেত্রী বা রাজনীতিক কিছু না বললেও দুই তারকা বুঝিয়ে দিচ্ছেন যে খুব শীঘ্রই তারা সুখবর দেবেন। সেই কারণেই হয়ত প্রেমের গুঞ্জনের মাঝে রাঘবের পোস্ট করা একটি ভিডিও তে লাইক দিলেন পরিণীতি।

    পরিণীতি চোপড়া

    আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান এবং পরিণীতি চোপড়া বলিপাড়ায় প্রায় একই সময়ে পা রেখেছেন। পরিণীতির সমকালীন তারকারা সকলেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। কিন্তু পরিণীতি এ বিষয়ে চুপ। কেউ কেউ প্রশ্ন তুলেছেন তবে কি নায়িকা চুপিচুপি সবকিছু সেরে ফেলবেন? আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে কি বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী?

    রাঘব এবং পরিণীতির সম্পর্ক নিয়ে বলিপাড়ায় গুঞ্জন অনেক দিনের। কিন্তু অভিনেত্রী মুখে কুলুপ এঁটেছেন। সম্পর্ক নিয়ে, বাগদান নিয়ে এমনকি কবে বিয়ে করছেন— তা নিয়েও মুখ খুলতে রাজি নন তিনি। তবে, এই আচরণ নতুন কিছু নয়। পরিণীতিকে এই রূপে এর আগেও দেখেছে বলিউড।

    ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবর নিশ্চুপ থেকেছেন পরিণীতি। বলিপাড়ার জনপ্রিয় দুই পরিচালকের সঙ্গে বহু বছর সম্পর্কে থাকার পরেও তা আড়ালে রেখেছিলেন অভিনেত্রী। এমনকি, তাকে নিয়ে গুঞ্জন ছড়ালেও প্রতিক্রিয়াহীন থেকেছেন সব সময়।

    অভিনয়ের মাধ্যমে নয়, পরিণীতির সঙ্গে বলিউডের যোগাযোগ অন্য সূত্রে। প্রিয়ঙ্কা চোপড়ার তুতো বোন হিসাবেই পরিচিত ছিলেন তিনি। অনেকেই অনুমান করেছিলেন যে, দিদির পদাঙ্ক অনুসরণ করে পরিণীতিও একদিন অভিনয়ে নামবেন। কিন্তু বলিপাড়ায় তিনি কাজ শুরু করেছিলেন অন্য ভাবে।

    পড়াশোনা শেষ করার পর যশরাজ ফিল্মসের সঙ্গে যুক্ত হন পরিণীতি। সংস্থার মার্কেটিং বিভাগে কাজ করতেন তিনি। নিজের কাজে এতটাই দক্ষ ছিলেন যে, সকলের ভরসার পাত্রি ছিলেন তিনি। সেই সূত্রেই পরিণীতির আলাপ হয় বলি পরিচালক মণীশ শর্মার সঙ্গে।

    যশরাজ ফিল্মসের সঙ্গে পরিচালক হিসাবে কাজ শুরু করেছিলেন মণীশ। অন্য ধাঁচের গল্প বুনতে পারতেন বলে আদিত্য চোপড়া তার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন মণীশ।

    ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য নতুন মুখ খুঁজছিলেন আদিত্য এবং মণীশ। অভিনেতার চরিত্রে রণবীর সিংহকে পছন্দ হলেও নায়িকার চরিত্রে কে অভিনয় করবেন- তা নিয়ে মণীশের মত আলাদা ছিল। আনুষ্কা শর্মাকে অভিনয়ের প্রস্তাব দেওয়ার আগে আদিত্যকে অন্য এক নায়িকার নাম জানিয়েছিলেন মণীশ।

    একই জায়গায় কাজ করার কারণে পরিণীতির সঙ্গে মণীশের বন্ধুত্ব গড়ে উঠেছিল। মণীশ জানতেন যে, পরিণীতি অভিনয়ের জন্যই তৈরি হয়েছেন। তাই ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমায় নায়িকার জন্য আনুষ্কা নয়, বরং পরিণীতির কথা জানিয়ছিলেন আদিত্যকে।

    কিন্তু মণীশের প্রস্তাব খারিজ করে দেন আদিত্য। তিনি ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার জন্য রণবীর এবং আনুষ্কাকেই বেছে নেন। কিন্তু পরিণীতির কথা ভোলেননি তিনি। ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমাটি মুক্তি পাওয়ার এক বছরের মধ্যেই মুক্তি পায় ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ সিনেমাটি। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমাটির পরিচালনার দায়িত্বে ছিলেন মণীশ।

    ‘লেডিজ় ভার্সেস রিকি বহেল’ সিনেমার জন্য রণবীর সিংহকে আবার অভিনেতা হিসাবে বেছে নেন আদিত্য এবং মণীশ। চিত্রনাট্যের খাতিরে এই সিনেমাতে চার জন নায়িকার প্রয়োজন ছিল। আনুষ্কা শর্মাকে আবার রণবীরের বিপরীতে অভিনয় করতে দেখা গেলেও বাকি দুই অভিনেত্রীর মধ্যে ছিলেন পরিণীতিও। এ ছাড়া দীপান্বিতা শর্মা এবং অদিতি শর্মা এই সিনেমাতে অভিনয় করেছিলেন।

    বন্ধুত্বের খাতিরে পরিণীতিকে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন মণীশ, এমনটাই অনুমান করেছিলেন বলিপাড়ার একাংশ। ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমাতে কাজ করার পর আদিত্য তার পরবর্তী সিনেমাতে অভিনেত্রীর ভূমিকায় বেছে নেন পরিণীতিকে।

    যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ইশকজাদে’ সিনেমাতে পরিণীতির বিপরীতে অভিনয় করেছিলেন অর্জুন কাপূর। কানাঘুষো শোনা যায় যে, এই সিনেমাতে পরিণীতিকে নায়িকার চরিত্রে নেওয়ার জন্য আদিত্যকে অনুরোধ করেছিলেন মণীশই। মণীশের কারণেই অভিনেত্রী হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন পরিণীতি।

    ‘ইশকজাদে’ মুক্তি পাওয়ার এক বছর পর মণীশের পরিচালনায় মুক্তি পায় ‘সুদ্ধ দেশি রোম্যান্স’। এই সিনেমাতেও পরিণীতিকে অভিনয় করতে দেখা যায়। মণীশের সঙ্গে যে পরিণীতির শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক নেই, তা তখনই আঁচ পেয়েছিলেন আদিত্য।

    এমনকি বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় যে, মণীশের সঙ্গে সম্পর্কে এসেছিলেন পরিণীতি। কিন্তু দু’জনের কেউই প্রকাশ্যে তাদের সম্পর্কের ব্যাপারে কিছু জানাননি। পরিণীতি এবং মণীশকে কোনও অনুষ্ঠান বা শুটিং সেটের বাইরে কোথাও একসঙ্গে দেখাও যায়নি।

    শোনা যায়, নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখতে দেশের বাইরে ঘুরতে যেতেন পরিণীতি এবং মণীশ। কাজ নিয়ে হাজারো ব্যস্ততা থাকলেও তার ফাঁকে দু’জনে সময় বার করে ঘুরতে যেতেন।

    আরও শোনা যায়, ‘ফ্যান’ সিনেমার শুটিং চলাকালীন পরিণীতির সঙ্গে কথা বলারও বিশেষ সময় পাননি মণীশ। তাই শুটিংয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর রোমে লম্বা ছু়টি কাটাতে গিয়েছিলেন দু’জন।

    কিন্তু মণীশ এবং পরিণীতির সম্পর্কে ছেদ পড়ে। ২০১৭ সালে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘মেরি প্যারি বিন্দু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন পরিণীতি। সিনেমাটি বক্স অফিস থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় হতাশ হয়ে পড়েন অভিনেত্রী। বলিপাড়ার একাংশের অনুমান, তার পরেই মণীশের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় পরিণীতির।

    মণীশের সঙ্গে সম্পর্ক নিয়ে পরিণীতিকে প্রশ্ন করা হলে তিনি এক সাক্ষাৎকারে জানান, মণীশ তার ভালো বন্ধু। মণীশের সঙ্গে তার নাম বিভিন্ন ক্ষেত্রে জড়িয়েছে, সে খবর অভিনেত্রীর কানে এসেছে। কিন্তু তিনি এই ব্যাপারে উদ্বিগ্ন নন।

    শুধুমাত্র মণীশের ব্যাপারেই নয়, বলিপাড়ার আরও এক পরিচালকের সঙ্গে সম্পর্কে এসেছিলেন পরিণীতি। সেই বিষয়েও প্রকাশ্যে কিছু বলতে চাননি অভিনেত্রী। বলিপাড়ায় গুঞ্জন শোনা যায়, মণীশের সঙ্গে বিচ্ছেদের পর চরিত দেসাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।

    বলিউডে সহকারী পরিচালক হিসাবে কাজ করেন চরিত। প্রিয়াঙ্কার সঙ্গে নিক জোনাসের বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। পরিণীতির সঙ্গে তার সম্পর্ক নিয়ে বলিপাড়ায় গুঞ্জন শোনা যায়।

    বলিপাড়ার একাংশের অনুমান, ২০১৬ সালে ‘ড্রিম টিম ট্যুর’-এ যাওয়ার সময় চরিতের সঙ্গে পরিণীতির আলাপ হয়। এই অনুষ্ঠানে পরিণীতি, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপূরের মতো তারকারা আমেরিকার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করেছিলেন। এই অনুষ্ঠান চলাকালীন তারকাদের দৈনন্দিন কার্যকলাপ ‘বিহাইন্ড দ্য সিনস’ শুট করার দায়িত্বে ছিলেন চরিত। সেখান থেকেই পরিণীতির সঙ্গে তার বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্ব অবশেষে প্রেমে গড়ায়। কিন্তু স্বভাববশত পরিণীতি তার সঙ্গে চরিতের সম্পর্ক নিয়েও মুখ খোলেননি।

    ব্লাউজের ফাঁকে স্পষ্ট দেখা গেল মোনালিসার ক্লি’ভে’জ, তুমুল ভাইরাল ছবি

    এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি কিছু অস্বীকার করছি না। আবার কিছু মেনেও নিচ্ছি না। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা একদম পছন্দ করি না আমি। বরং আমার জীবনের এই অংশটুকু সকলের কাছে রহস্য হয়ে থাকুক।’ সূত্র: আনন্দবাজার

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    গুঞ্জনেও চুপ চোপড়া পরিণীতি পরিণীতি চোপড়া বিনোদন শত
    Related Posts
    farhan

    আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন : ফারহান

    October 12, 2025
    web series

    রোমান্স ও ক্রাইম থ্রিলার এ পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, যা আপনার রাতের ঘুম কাড়বে

    October 12, 2025
    প্রিয়াঙ্কা চোপড়া

    ‘‌ব্রা দেখাও..’, পরিচালকের আচরণে যা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া

    October 12, 2025
    সর্বশেষ খবর
    Nyt connections hints

    NYT Connections Hints and Answers for October 12, 2025: Today’s Puzzle #854 Explained

    জমির দলিলে ভুল

    জমির দলিলে ভুল হলে সহজে সংশোধনের উপায় জেনে নিন

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

    এখনই আপনার বাড়ির জন্য টাকা নিন, চলছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহজ হোম লোন সুবিধা

    farhan

    আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন : ফারহান

    web series

    রোমান্স ও ক্রাইম থ্রিলার এ পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, যা আপনার রাতের ঘুম কাড়বে

    প্রিয়াঙ্কা চোপড়া

    ‘‌ব্রা দেখাও..’, পরিচালকের আচরণে যা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া

    Sakib

    শুটিংয়ে শাকিব-তানজিন তিশা

    খাওয়ার আগে-পরে

    খাওয়ার আগে-পরে এই অভ্যাসগুলো শরীর সুস্থ রাখে

    who killed Lostprophets Ian Watkins

    Who Killed Lostprophets Singer Ian Watkins? Latest Details on Prison Attack

    বিদ্যুৎ বিল

    বিদ্যুৎ বিল বেশি আসে কি না, নিজেই যেভাবে যাচাই করবেন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.