বিনোদন ডেস্ক : ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় পা রেখেছেন মন্দিরা চক্রবর্তী। প্রথম সিনেমাতেই নিজের লুক-অভিনয় দিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। কাজের পাশাপাশি নেটমাধ্যমেও বেশ সরব মন্দিরা।
শুধু অভিনয় নয়, ফ্যাশন নিয়েও খুব সচেতন তিনি। বরাবরই নিজেকে স্টাইলিশ ও নজড়কাড়া লুকে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন এই নায়িকা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মন্দিরা। সেখান থেকেই রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপাচ্ছেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ভক্তদের কাছ থেকে এত এত ভালোবাসা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘আমার জীবনের প্রথম চলচ্চিত্র কাজলরেখা দিয়ে আমার সিনেমার যাত্রা শুরু। প্রথম কাজ, প্রথম অভিজ্ঞতা, এত বড় ক্যানভাসের চলচ্চিত্র, এত এত গুণী মানুষের সাথে স্ক্রিন শেয়ার করা, সব মিলিয়ে আমি অনেক নার্ভাস ছিলাম। মুভি রিলিজ হওয়ার পর থেকে এখনো অব্দি আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, আমি প্রত্যেকের কাছে চির কৃতজ্ঞ।
সেই এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত শত শত মেসেজ কল আমি পেয়ে যাচ্ছি। আরও অনেক অনেক ভালোবাসার মানুষ যারা আছেন আমাকে ভালোবেসে যাচ্ছেন বড় পর্দায় দেখে আমাকে শুভকামনা জানিয়েছেন সবাইকে আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আমার পক্ষ থেকে’।
তিনি আরও লিখেছেন, ‘আমি মাঝেমধ্যে ভুলেই যাই যে আমার নাম মন্দিরা। আপনারা যেভাবে কাজলরেখাকে ভালোবেসেছেন এবং কোথাও গেলে যখন দর্শক আমাকে চিৎকার করে ডেকে উঠে কাজলরেখা কাজলরেখা বলে ডাকেন তখন আসলেই মনে আপনাদের মন কিছুটা হলেও জয় করতে পেরেছি’।
সবশেষ অভিনেত্রী লেখেন, ‘আমি সবার প্রতি চির কৃতজ্ঞ আমাকে এভাবে ভালোবাসার জন্য এবং আমার পাশে থাকার জন্য’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।