বিনোদন ডেস্ক : ভোটের মাঠে উঠেপড়ে লেগেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহীর রিটার্নিং অফিসারের দফতরে মনোনয়নপত্র জমা দেয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হন মাহি।
স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, স্বতন্ত্র বললে আমার মনে কষ্ট লাগে। আমি মনে প্রাণে বঙ্গবন্ধুকে লালন করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ লালন করি। আওয়ামী লীগকে নিজের দল মনে করি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোনো এলাকায় যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী বের হয়ে না আসে। এ কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছি।
চাঁপাইনবয়াবগঞ্জ থেকে নির্বাচন করতে চেয়ে রাজশাহী থেকে নির্বাচন করার বিষয়ে মাহি বলেন, ‘আমি আমার নানার বাড়ি এলাকা থেকে নির্বাচন করছি। এই এলাকার জনগণের সঙ্গে দীর্ঘদিন থেকে বিভিন্ন কাজ করে যাচ্ছি। আর চাঁপাইনবয়াবগঞ্জে অনেক প্রার্থী আছেন তাই এই এলাকা থেকে নির্বাচন করছি।’
‘টিপ টিপ বর্ষা পানি’, গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি তিনি। এর পরেই রাজশাহী ১ গোদাগাড়ী-তানোর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন এই নায়িকা। সে অনুযায়ী মনোনয়ন পত্র জমা দিয়েছেন মাহি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।