ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তার হাতে হাঁস প্রতীক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর রুমিন ফারহানা সন্তোষ প্রকাশ করে বলেন, তিনি শুরু থেকেই হাঁস প্রতীক চেয়েছিলেন এবং আল্লাহর রহমতে সেটিই পেয়েছেন। তিনি আরও বলেন, প্রচারণায় বের হলে শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই হাঁস প্রতীককে ঘিরে স্লোগান দিচ্ছেন, যা তাকে অনুপ্রাণিত করছে।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে যেন কোনো ধরনের কলঙ্ক না লাগে, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, যেন বৃহত্তর স্বার্থে তাদের নেতাকর্মীরা দায়িত্বশীল আচরণ করেন।
রুমিন ফারহানা বলেন, কোনো পক্ষ যেন আইন লঙ্ঘন না করে, অসভ্যতা বা বিশৃঙ্খল আচরণে না জড়ায়—এ বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব বড় দলগুলোরই নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনি এলাকায় যদি কোনো অনিয়ম বা দাগ লাগে, সেই দায় ভবিষ্যতেও বড় দলগুলোকেই বহন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


