বিনোদন ডেস্ক : বলিউডের ‘আইটেম গার্ল’খ্যাত শিল্পী নোরা ফাতেহি’র ঢাকায় আসা নিয়ে আলোচনা-সমালোচনা যেন কমছেই না। এবার অভিযোগ তাকে ঢাকায় নিয়ে আসা আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতি ইশরাত জাহান মারিয়া ডকুমেন্টারি শুটিংয়ের আড়ালে বাণিজ্যিক লাভের উদ্দেশে তাকে বাংলাদেশে নিয়ে আসেন।
গতকাল মঙ্গলবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন মাসিক বিজনেস ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘মিরর’র ব্যবস্থাপনা সম্পাদক ও প্রকাশক শাহাজাহান ভূঁইয়া রাজু। তিনি জানান, পাওনা পরিশোধ না করে মিথ্যা মামলা দিয়ে তার সুনাম ক্ষুণ্ন করেছেন মারিয়া।
মারিয়া কী ধরনের সত্য গোপন করেছেন- এমন প্রশ্নের উত্তরে শাহাজাহান ভূঁইয়া বলেন, ‘নোরা ফাতেহিকে বাংলাদেশে আনার অনুমতি ছিল ডকুমেন্টারি শুটিংয়ের জন্য। কিন্তু উইমেন লিডারশিপ করপোরেশন এর আড়ালে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে বিনা অনুমতিতে উচ্চ মূল্যে টিকিট বিক্রি ও অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করেছে।’
এক লিখিত বক্তব্যে তিনি জানান, মিরর গ্রুপ নোরা ফাতেহিকে বাংলাদেশে আনার কথা ছিল। কিন্তু সরকারের অনুমতি না পেয়ে গ্রুপটি এই আয়োজন থেকে সরে আসে এবং নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিশ দেয়। মিরর গ্রুপের চুক্তি বহাল জেনেও উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়া নোরাকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করেন।
রাজু বলেন, নোরা ফাতেহিকে নিয়ে ৯ সেপ্টেম্বর মিরর গ্রুপ একটি অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল। এ বিষয়ে নোরা ফাতেহির সঙ্গে অগ্রিম সম্মানি পরিশোধ সাপেক্ষে মিরর গ্রুপের চুক্তি হয়। কিন্তু দেশে ডলার সংকটের কারণ দেখিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় নোরার আগমনের অনুমতি দেয়নি।
নিষেধাজ্ঞার কারণে পরে পাওনা ফেরত চেয়ে নোরাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। কিন্তু মিরর গ্রুপের চুক্তি বহাল জেনেও ইশরাত জাহান মারিয়া ১৮ নভেম্বর নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন।
তিনি বলেন, ‘লিগ্যাল নোটিশ ও আমাদের পাওনার বিষয়টি জানতে পেরে মারিয়া স্বেচ্ছায় আমার সঙ্গে দেখা করেন। তিনি ওই পাওনা পরিশোধ করবেন বলে মিরর গ্রুপের সঙ্গে চুক্তি করেন এবং তিনটি চেক দেন।’
চুক্তির শর্ত অনুযায়ী, আমরা লিগ্যাল নোটিশ প্রত্যাহার করে সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরে এডিসহ রেজিস্ট্রি ডাকযোগে চিঠি পাঠাই। কিন্তু চুক্তি অনুযায়ী মারিয়া টাকা পরিশোধ না করে উল্টো মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি এবং আমার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করেছেন।
সংবাদ সম্মেলনে রাজু বলেন, ‘ডিবি অফিসে গিয়ে জানতে পারি আমার নামে মারিয়া মামলা করেছেন। যে মামলা হয়েছে সেটা মিথ্যা। উনি যে চেক দিয়েছেন তা দুবার ডিজঅনার করেছে। তারপরও আমরা সহযোগিতা করতে চেয়েছি। এখানে কোনো চাঁদাবাজির বিষয় ছিল না। উনি আসলে আমাদের পেমেন্ট দেননি।’
এদিকে উইমেন লিডারশিপের সভাপতি ইশরাত জাহান মারিয়া পাল্টা অভিযোগ করেন। তার ভাষ্য, ‘রাজু প্রতারণা করে তার কাছ থেকে চেক নিয়েছেন। আর সেই চেক ফেরত পেতে তিনি মামলা করেছেন। রাজু আমাদের অনুষ্ঠান আয়োজনে বিবিধভাবে সহায়তা করার কথা ছিল। সে উদ্দেশ্যেই তাকে ব্যাংক চেক দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কোনো সহায়তাই করেননি। তিনি প্রতারণা করে আমার কাছ থেকে চেকগুলো নিয়েছেন।’
উল্লেখ্য, গেল ১৮ নভেম্বর ঢাকায় এসেছিলেন বলিউডের ‘আইটেম গার্ল’খ্যাত শিল্পী নোরা ফাতেহি। উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড- ২০২২’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে পরদিন সকালে ঢাকা ত্যাগ করেন বলিউডের এই তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।