আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল অ্যাপ ব্যবহার করে মোটরসাইকেলের মাধ্যমে ডেলিভারির কাজ করেন, তাদেরকে নতুন করে লাইসেন্স দেয়া বন্ধ করে দিয়েছে সৌদি আরব ট্রান্সপোর্ট জেনারেল কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত লাইসেন্স প্রদান বন্ধ থাকবে। দেশটির ট্রান্সপোর্ট জেনারেল কর্তৃপক্ষের মুখপাত্র সালেহ আল জাওয়াদ এ কথা বলেন। খবর সৌদি গেজেট
আল জাওয়াদের বরাত দিয়ে আল ইকতিসাদিয়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কোম্পানি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাইক দিয়ে ডেলিভারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে যে প্রক্রিয়ায় লাইনেন্স সরবরাহ করা হয়েছে সেটি এখন শেষ হয়ে গেছে।
এ অবস্থায় নিরাপত্তা কর্তৃপক্ষ রিয়াদের বিভিন্ন রাস্তা থেকে একাধিক বাইক চালককে গ্রেপ্তার করেছে। যারা ডেলিভারি কাজে নিয়োজিত ছিল। তাদের কাজের অনুমতি না থাকা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার করা হয়।
কাউকে বিদায় জানানোর পর টাটা বলা হয়, এই ‘টাটা’ শব্দের মানে কী
করোনা মহামারির পর সৌদি আরবে মোবাইল অ্যাপ ব্যবহার করে ডেলিভারির কাজ বেড়েছে। ফলে এ খাতে চাকরি সুবিধার পাশাপাশি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।